আব্দুল হক সরকার
কুমিল্লা হোমনা উপজেলার কৃতি সন্তান বাংলাদেশ সরকারের উপসচিব এসএম নজরুল ইসলাম গণপূর্ত মন্ত্রনালয় থেকে স্থানীয় সরকার মন্ত্রনালয়ে যোগদান করেছেন। সে ৫ নং আছাদপুর ইউনিয়ন খোদেদাউদপুর গ্রামের মরহুম ওসমান গণি সরকারের কনিষ্ঠ ছেলে ও ডিআইজি মো. মাহবু্ব আলমের ছোট ভাই। তিনি নতুন কর্মস্থলে তাঁর দায়িত্ব সঠিক ভাবে পালনে সকলের নিকট দোয়া চেয়েছেন।
Check Also
হোমনায় দুর্নীতির দায়ে বদলি হওয়া সেই ভূমি কর্মকর্তা পূর্বের কর্মস্থলে বদলী!
হোমনা( কুমিল্লা) প্রতিনিধি অনিয়ম ও দুর্নীতির কারণে বদলী হওয়া কুমিল্লা জেলার হোমনা উপজেলা চান্দেরচর ইউনিয়নের …