ডেস্ক রিপোর্ট
“মজবুত হলে পুষ্টির ভিত, স্মার্ট বাংলাদেশে হবে নিশ্চিত’ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার হোমনায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার সকাল ১১ ঘটিকার সময় স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে এর উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরি কল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আবদুছ ছালাম সিকদার।
অনুষ্ঠানে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মো.জয়নাল আবেদীন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আহসান,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মান্নান সহ
উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, স্বাস্থ্যকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।