Breaking News

হোমনায় বঙ্গবন্ধুর ‘জুলিও-কুরি শান্তি পদক’প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন!

হোমনা( কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার হোমনায় বঙ্গবন্ধুর ‘জুলিও-কুরি শান্তি পদক’ প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন করা হয়েছে।
আজ রবিবার (২৮ মে) উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-২ (হোমনা- তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী।
বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম,পৌর মেয়র এ্যাড, নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার, ওসি মো. সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন,হোমনা প্রেস ক্লাবের সভাপতি মো. আব্দুল হক সরকার, জয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তাইজুল ইসলাম মোল্লা প্রমূখ।
অনুষ্ঠানে বক্তরা বলেন,১৯৭২ সালে১০ অক্টোবর বিশ্বশান্তি পরিষদের প্রেসিডেনশিয়াল কমিটির সভায় ১৪০টি দেশের প্রায় ২০০ সদস্য উপস্থিতিতে বঙ্গবন্ধুর জীবনের দর্শন আর বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়কত্বের প্রেক্ষাপটে বঙ্গবন্ধুকে জুলিও কুরি পদক প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়। ১৯৭৩ সালের ২৩ মে এশীয় শান্তি সম্মেলনের এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে সেই পদক বঙ্গবন্ধুকে পরিয়ে দেন পরিষদের তৎকালীন সেক্রেটারি জেনারেল রমেশচন্দ্র। এটি ছিল স্বাধীন বাংলাদেশে কোনো রাষ্ট্র নায়কের প্রথম আন্তর্জাতিক পদক লাভ।
জানাযায় ১৯৫৮ সালে শান্তি পরিষদের সভাপতি নোভেল বিজয়ী পদার্থ বিজ্ঞানী জঁ ফ্রেডেরিক জোলিও এবং তাঁর স্ত্রী বিজ্ঞানী ইরেন কু্যরিও মৃত্যুবরণ করলে ১৯৮৯ সাল থেকে তাদের নামানুসারে বিশ্বশান্তি পরিষদের এ পদকের নাম রাখে ‘জোলিও ক্যুরি’ শান্তি পদক ।
এ দিকে বঙ্গবন্ধুর আগে কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো, ভিয়েতনামের সংগ্রামী নেতা হো চি মিন, চিলির গণ-আন্দোলনের নেতা সালভেদর আলেন্দে, ফিলিস্তিনের জনদরদি নেতা ইয়াসির আরাফাত এ পদক লাভ করেন।

About Darpan News24

Check Also

হোমনায় স্কুলের জায়গা প্রভাবশালীদের দখলে, সীমানা প্রাচীর নির্মাণ বাধাগ্রস্থ!

হোমনা( কুমিল্লা) প্রতিনিধি কুমিল্লার হোমনায় স্কুলের জায়গা প্রভাবশালদের দখলে থাকার কারনে বাধাগ্রস্থ হচ্ছে সীমানা প্রাচীরের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *