Breaking News

হোমনায় ফুটবল প্রিমিয়ার লীগে হাড্ডা হাড্ডি লড়াইয়ে শিরোপা জিতলো দড়িচর ব্রাদার্স একাদশ

আব্দুল হক সরকার
কুমিল্লার হোমনা উপজেলার দড়িচর ফুটবল প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে সাবেক ইউপি সদস্য ইসহাকের দড়িচর বন্ধুমহল একাদশ বনাম মো. নাজির হোসেনের দড়িচর ব্রাদার্স একাদশ অংশগ্রহণ করে। এতে হাড্ডা হাড্ডি লড়াই শেষে ট্রাইবেকারে বন্ধুমহল একাদশকে হারিয়ে শিরোপা অর্জন করে দড়িচর ব্রাদার্স একাদশ।
আজ শুক্রবার বিকাল ৪ টায় এতিহ্যবাহী দড়িচর মাঠে এ ফাইনাল খেলা উদ্বোধন করেন হোমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।
২ নং ঘাগুটিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মফিজুল ইসলাম গনির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক মো. গোলাম মোস্তফা, বিশেষ অতিথি ছিলেন, দুলালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জসিম উদ্দিন সওদাগর,হোমনা প্রেস ক্লাবের সভাপতি মো. আব্দুল হক সরকার,উপজেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি মাহবুবুর রহমান খন্দকার, ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারী মো. ইকবাল হোসেন রনি, বিশিষ্ট সমাজ সেবক মো.দাউদুল ইসলাম দুলাল,যুবলীগ নেতা মফিজুল ইসলাম প্রমুখ।

এ ছাড়া মাঠ কমিটির সভাপতি মো. নবী নেওয়াজের সার্বিক ব্যবস্থাপনায় সংরক্ষিত নারী ইউপি সদস্য হাজেরা বেগম, শিল্পী আক্তার ও রীনা বেগম,ইউপি সদস্য মো.মজিবুর রহমান, মো. হানিফ,মো. আইয়ুব খান,মো. সামসু মিয়া, মো. ফারুক সরকার,মো. কামাল মিয়া,মো. ইসমাইল,মো. ইদ্রিস মিয়া,মো. সালাহ উদ্দিন। সাবেক ফুটবলার প্রকৌশলী মো. মুকুল, আবু হানিফ, ইয়াছিন মিয়া নয়ন, কবির হোসেন, এস এম ওয়াছেক, স্বপন সরকার, মনিরুজ্জামান রিপন, ওয়ালি উল্লাহ, মো. হেদায়েত উল্লাহ, মো. সাইদুল ইসলাম, মো.আনোয়ার, মো. আলমগীর হোসেন সহ সহস্রাধিক দর্শক খেলা উপভোগ করেন।
খেলার নির্ধারিত ৯০ মিনিটে কোন দলই গোলের সন্ধ্যান পায়নি। যদিও ব্রাদার্স একাদশে ৪ জন নাইজেরিয়ান খেলোয়ার ছিল। এ দিকে স্থানীয় খেলোয়ার নিয়ে গঠিত বন্ধুমহল একাদশ বেশ চমৎকার খেলেছে। খেলার প্রথমার্ধে একটি এবং দ্বিতীয়ার্ধে একটি গোল মিছ হওয়ায় তাদের মনোবল ভেঙ্গে পড়ে।
জানাগেছে,প্রতিবছরের ন্যায় ঐতিহ্যবাহী দড়িচর মাঠ কমিটির উদ্যোগে আয়োজিত এ প্রিমিয়ার লীগে, মোট ৮ টি দল অংশগ্রহন করেন।
আজকের ফাইনাল খেলা পরিচালনা করেন মাইনউদ্দিন মোল্লা, সহকারি ছিলেন মো. সম্রাট ও বাসেদ। ধারা বর্ননায় ছিলেন হোমনা প্রেস ক্লাবের প্রচার সম্পাদক সাংবাদিক কবি দেলোয়ার। উক্ত ফুটবল প্রিমিয়ার লীগের সেরা খেলোয়ার নির্বাচিত হন বন্ধুমহল একাদশের মো. গাফ্ফার।
পরে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার হিসাবে ফ্রিইজ ও এলইডি টিভি বিতরণ করা হয়।

About Darpan News24

Check Also

হোমনায় স্কুলের জায়গা প্রভাবশালীদের দখলে, সীমানা প্রাচীর নির্মাণ বাধাগ্রস্থ!

হোমনা( কুমিল্লা) প্রতিনিধি কুমিল্লার হোমনায় স্কুলের জায়গা প্রভাবশালদের দখলে থাকার কারনে বাধাগ্রস্থ হচ্ছে সীমানা প্রাচীরের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *