Breaking News

কুমিল্লা-২ (হোমনা- মেঘনা) আসন পূন:স্থাপনের পর সেলিমা আহমাদ এমপি’র বিশাল শো-ডাউন!

আব্দুল হক সরকার
কুমিল্লা -২( হোমনা-মেঘনা) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরীর বিশাল শো-ডাউন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (৮ জুলাই) দুপুরে হোমনা উপজেলা থেকে বিশাল গাড়িবহর ও মোটর শোভাযাত্রা সহ মেঘনা উপজেলার পারারবন্দ, মুগাররচর রাধানগর, লক্ষন খোলা,মাইনকারচর পথসভায় অংশগ্রহন করেন এবং জনগনের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন সরকারের উন্নয়নের কথা বলতে আমি মেঘনার প্রতিটি ঘরে ঘরে যাবো।

জানাগেছে,কুমিল্লা-২ (হোমনা- মেঘনা) আসন পূন:স্থাপন হওয়ার পর এটি ছিল মেঘনা উপজেলায় তাঁর প্রথম সফর।

দুপুর ২টার দিকে মেঘনা উপজেলার পারারবন্দ ব্রীজে পৌঁছলে সেখানে সংরক্ষিত নারী সংসদ সদস্য সেলিনা ইসলাম,মেঘনা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিলন সরকার,ইউপি চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, জেলা পরিষদ সদস্য মোঃ কাইয়ুম হোসাইন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি হালিমা রহমান সহ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান এবং ফুলের নৌকা উপহারদেন। পরে লুটেরর শিকদার কমিউনিটি সেন্টারে চা চক্রে মিলিত হন। সেখানে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন।
সেলিমা আহমাদ এমপি বলেন,এই অঞ্চলের মানুষকে বিগত দিনে পাকিস্তানের দোসর বিএনপি জামাতের লোকেরা শাসন করেছে তারা শুধু নিজের আখের ঘুছিয়েছেন মানুষের জন্য কিছুই করেনি।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষুধামুক্ত, দারিদ্র্য মুক্ত বাংলাদেশ গড়তে চেয়েছিলেন। তাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। হোমনা আমার দাদার বাড়ি, তিতাস আমার নানার বাড়ি, মেঘনার জনগনের সাথে আমার আত্মার সম্পর্ক। কেন না মেঘনা উপজেলার মানুষের সাথে হোমনা উপজেলার মানুষের গভীর সুসম্পর্ক রয়েছে। মেঘনার মানুষ হোমনার মানুষকে অনেক ভালো বাসে। এ বন্ধন যেন অটুট থাকে সেই ভাবে কাজ করতে হবে। হোমনা- মেঘনা আসন পুনঃ উদ্ধার হয়েছে। জনগন উন্নয়ন চায়,নৌকা মার্কা বিজয়ী হলেই কাঙ্খিত উন্নয়ন সম্ভব। তাই আগামী জাতীয় নির্বাচনে নৌকার মনোনয়ন যেই পাবেন তার পক্ষেই কাজ করার নেতাকর্মীদের আহবান জানান তিনি।

এ সময় সংরক্ষিত নারী সংসদ সদস্য সেলিনা ইসলাম সিআইপি, মেঘনা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও মেঘনা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, মেঘনা উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল গাফফার হাউদ সাংগঠনিক সম্পাদক ভাইস চেয়ারম্যান মিলন সরকার,ইউপি চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, জেলা পরিষদ সদস্য মোঃ কাইয়ুম হোসাইন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি হালিমা রহমান সহ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ছাড়া হোমনা পৌর মেয়র এ্যাড. মো.নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক জেলাপরিষদ সদস্য মহিউদ্দিন খন্দকার,সাবেক যুগ্ন সম্পাদক গাজী ইলিয়াছ, জেলা পরিষদ সদস্য মোকবল পাঠান, পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন বাবুল,সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন মোসলেম, মেজবাহ উদ্দিন সরকার, ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম গনি, জালাল উদ্দিন খন্দকার,মো. তাইজুল ইসলাম মোল্লা ,মো. ছাদেক সরকার,উপজেলা যুবলীগের সভাপতি খন্দকার নজরুল ইসলাম,সাধারণ সম্পাদক কায়সার আহাম্মেদ বেপারী, সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ মেহেদী হাসান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেলোয়ার হোসেন ফারুক, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, কৃষকলীগের সভাপতি হাজী মনির হোসেন, সাধারণ সম্পাদক মো. মাইন উদ্দিন,ছাত্রলীগের সভাপতি ফয়সাল সরকার,সাধারণ সম্পাদক ফোরকানুল ইসলাম পলাশ, পৌর ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মিরাজ,মো. পলাশ,মহিলা লীগের সাধারণ সম্পাদক পারুল আক্তার,পৌর সাধারণ সম্পাদক শাহিনুর আক্তার, নিলা আক্তার শিখা, সানজিদা আক্তার,রাশিদা আক্তার সহ হোমনাও মেঘনা উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতৃবৃন্দ সংসদ সদস্যের সফর সঙ্গী ছিলেন।

About Darpan News24

Check Also

হোমনায় স্কুলের জায়গা প্রভাবশালীদের দখলে, সীমানা প্রাচীর নির্মাণ বাধাগ্রস্থ!

হোমনা( কুমিল্লা) প্রতিনিধি কুমিল্লার হোমনায় স্কুলের জায়গা প্রভাবশালদের দখলে থাকার কারনে বাধাগ্রস্থ হচ্ছে সীমানা প্রাচীরের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *