Breaking News

কুমিল্লা-২ আসনে ট্রাক প্রতীক নিয়ে লড়াইয়ে নেমেছেন স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ আবদুল মজিদ!

হোমনা( কুমিল্লা) প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২( হোমনা- মেঘনা) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীক নিয়ে লড়াই করবেন হোমনা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পপি লাইব্রেরীর মালিক বিশিষ্ট শিক্ষানুরাগী অধ্যক্ষ আবদুল মজিদ।
সোমবার ১৮ ডিসেম্বর দুপুরে রিটার্নিং অফিসার ও কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান তার কার্যালয়ের সভা কক্ষে কুমিল্লা জেলার বিভিন্ন আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন।
অধ্যক্ষ আবদুল মজিদ জেলা প্রশাসকের কাছ থেকে ট্রাক প্রতীক বরাদ্ধ পেয়ে বিকালে হোমনার তাঁর রাজনৈতিক কার্যালয়ে মিলাদ মাহফিল শেষে আনুষ্ঠানিক প্রচারনা শুরু করেন। এ সময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহমান
আবুল, সহ-সভাপতি শাহ আলম খন্দকার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ফজলুল হক মোল্লা, অবসরপ্রাপ্ত যুগ্নসচিব বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আলী আম্মদ, বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, আবুল কাসেম প্রধান, মো.মাহবুবুর রহমান খন্দকার, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মানিক মিয়া ইমন,এ্যাডভোকেট সেলিম সরকার,সাবেক ইউপি চেয়ারম্যান মো. কামরুল ইসলাম, দুলালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আঃ ছাত্তার, আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান হাবিব,মো.খাজা আহাম্মেদ, মনিরুজ্জামান টিপু , জয়পুর ইউনিয়ন সভাপতি আঃ ছাত্তার, সেক্রেটারী জানে আলম সহসহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

জানাগেছে এ আসনে থেকে এবারের নির্বাচনে লড়বেন ১০ জন প্রার্থী। তারা হলেন- বর্তমান সংসদ সদস্য সেলিমা আহমাদ( নৌকা) ২. হোমনা উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ আবদুল মজিদ(ট্রাক).৩.মেঘনা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. সফিকুল আলম( ঈগল)), ৪. জাতীয় পার্টির এ টি এম মঞ্জুরুল ইসলাম(‘লাঙ্গল),৫. ইসলামী ফ্রুন্টের আব্দুস সালাম( মোমবাতি),৬ গনমুক্তিজোটের.মো. সিরাজুল টম সুডেন(ছড়ি) ৭.তৃণমূল বিএনপির মো. মাইনুদ্দিন( সোনালী আঁশ) ৮. বাংলাদেশ সুপ্রিম পার্টি (বি.এস.পি) এর আবদুছ ছালাম ( একতারা) ৯. ইসলামী ঐক্যজোটের মাওলানা আলতাফ হোসেন (মিনার).১০ বাংলাদেশ খেলাফত আন্দোলন মাওলানা সুলতান মুহিউদ্দিন (বটগাছ)।
নির্বাচন অফিস সূত্রে জানাগেছে এ আসনে মোট ভোটার সংখ্যা-২ লাখ ৮২ হাজার ৬৬২ জন। এর মধ্য হোমনা উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৭৭ হাজার ৫৩৭ জন,মেঘনা উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫ হাজার ১২৫ জন।

About Darpan News24

Check Also

হোমনায় স্কুলের জায়গা প্রভাবশালীদের দখলে, সীমানা প্রাচীর নির্মাণ বাধাগ্রস্থ!

হোমনা( কুমিল্লা) প্রতিনিধি কুমিল্লার হোমনায় স্কুলের জায়গা প্রভাবশালদের দখলে থাকার কারনে বাধাগ্রস্থ হচ্ছে সীমানা প্রাচীরের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *