হোমনা( কুমিল্লা) প্রতিনিধি.
কুমিল্লার হোমনায় ৩০০ পিছ ইয়াবা সহ ৩ মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৯ অক্টোবর) বিকালে হোমনা থানার এস আই নুরুল্লা ভুইয়ার নেতৃত্বে এএসআই মাসুদ রানা সঙ্গীয় ফোর্সসহ উপজেলার চান্দেরচর ইউনিয়নের সীতারামপুর গ্রামে অভিযান চালিয়ে ৩ জন মাদক ব্যবসায়িকে আটক করে। পরে তাদের দেহ তল্লাসি করে ৩০০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়িরা হলো উপজেলার ভবানীপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে শফিক মিয়া(৪৮),একই গ্রামের রওশন আলীর ছেলে হাছান আলী (৫০) এবং মুরাদনগর উপজেলার কদমতলী গ্রামের কামাল মিয়ার ছেলে
রাসেল রানা (২৪)।
ওসি( তদন্ত) মো. সাইফুল ইসলাম বলেন,
গ্রেফতার কৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলার রজু করার পর আগামীকাল কোর্টে সোপর্দ করা হবে।