Breaking News

হোমনায় কোরআনের পাখিদের মাঝে “হাড়ির খোঁজে বাড়ি”এর বিনামূলে চশমা বিতরণ!

হোমনা ( কুমিল্লা)প্রতিনিধি
কুমিল্লার হোমনায় বিভিন্ন
মাদ্রাসা ও এতিমখানা কোরআনের পাখিদের মাঝে বিনামূল্যে চক্ষু চিকিৎসা এবং চশমা বিতরণ করা হয়েছে।
আজ শনিবার বিকালে মানবিক সংগঠন হাড়ির খোঁজে বাড়ির উদ্যোগে উপজেলার দূর্গাপুর হাফেজিয়া কাসেমীয়া মাদ্রাসা ও এতিমখানায় কোরআনের পাখিদের মাঝে এ চশমা বিতরণ করা হয়।

এ সময় মানবিক সংগঠন হাঁড়ির খোঁজে বাড়ির পরিচালক মোঃ আবদুস সালাম ভূইয়া, দৈনিক সোনালী বার্তার হোমনা প্রতিনিধি তরিকুল ইসলাম,মাদরাশার মোহতামিমগণ উপস্থিত ছিলেন।

জানাগেছে,গত সপ্তাহে চক্ষু চিকিৎসা দেয়া হয়। চক্ষু পরীক্ষা শেষে যাদের চশমার প্রয়োজন তাদেরকে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়। চশমা পেয়ে কোরআনের পাখিরা খুব খুশি হয়েছে। এ সময় তারা বলে এখন তাদের কোরআন তেলওয়াত করতে কোন সমস্যা হবে না। এ রকম একটি সেবা পেয়ে প্রতিষ্ঠানের ছাত্র ও শিক্ষক সকলে মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন “হাড়ির খোঁজে বাড়ি” কে আন্তরিক ধন্যবাদ জানায়।
মানবিক সংগঠন হাঁড়ির খোঁজে বাড়ির পরিচালক মো.আবদুস সালাম ভূঁইয়া জানান, এ কর্মসূচী অব্যহত আছেএবংপর্যায়ক্রমে সকল মাদরাশায় পরিচালিত হবে। ইন্সা আল্লাহ।

About Darpan News24

Check Also

হোমনায় তীব্র গ্যাস সংকট, চরম দুর্ভোগে এলাকাবাসী! বন্ধ হচ্ছে না অবৈধ সংযোগ।

হোমনা( কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার হোমনা উপজেলার বিভিন্ন বাসাবাড়িতে গ্যাস-সংকট তীব্র আকার ধারণ করেছে। এতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *