নিজস্ব প্রতিনিধি
কুমিল্লার হোমনায় কেক কেটে স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা রবার্ট ষ্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল’র ১৬৭ তম জন্মবার্ষিকী ও বিপি দিবস উদযাপন করা হয়েছে।
বাংলাদেশ স্কাউট হোমনা উপজেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার ২২ ফেব্রুয়ারী উপজেলা পরিষদ মিলনায়তনে এ জন্মবার্ষিকী উদযাপন করা হয়।
হোমনা উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) ও বাংলাদেশ স্কাউট হোমনা উপজেলার শাখার সভাপতি ক্ষেমালিকা চাকমার হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্কাউট সম্পাদক মো. লুৎফর রহমান,হোমনা প্রেসক্লাবের সভাপতি মো. আবদুল হক সরকার,স্কাউট লিডার এটিএম মঞ্জরুল ইসলাম শামীম, হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. দাদন মিয়া, কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আসমা আক্তার, হোমনা পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. ইউসুফ মিয়া,কাব স্কাউট লিডার সহকারী শিক্ষক আবুল খায়ের, যুগ্ন সম্পাদক বোরহান উদ্দিন,সহকারী শিক্ষক শামসুদ্দিন আহমেদ দুলাল, আবদুর রাজ্জাক,ওমর ফারুকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও স্কাউট শিক্ষার্থী এ সময় উপস্থিত ছিলেন।