দর্পণ ডেস্ক রিপোর্ট
কুমিল্লার হোমনা-গৌরীপুর সড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় আবুল কালাম আজাদ(৩০) নামের এক মোটর সাইকেল চালক নিহত হয়েছে। নিহত মোটর সাইকেল চালক দেবিদ্বার উপজেলার আবুল বাশারের ছেলে ও মেঘনা উপজেলা সমাজসেবা অফিসের অফিস সহায়ক।
শুক্রবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯ টার দিকে হোমনা গৌরীপুর সড়কের তিতাস উপজেলার উত্তর আকালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতের চাচা মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে তিতাস থানায় অভিযোগ করেছে। পুলিশ দূর্ঘটনার কাভার্ডভ্যান ঢাকা মেট্রো-অ ১৪-২৬২৬ আটক করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়,নিহত আবুল কালাম আজাদ মোটর সাইকেল চালিয়ে বাড়ি যাওয়ার সময় হোমনা উপজেলার দিকে আসার সময় আজিক কোম্পানীর একটি কাভার্ডভ্যান মোটর সাইকেলকে ধাক্কা দিলে ঘটনা স্থলে আবুল কালাম আজাদ মারা যায়।
পরে তিতাস থানায় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালে প্রেরণ করেন।
হোমনা উপজেলার সমাজসেবা অফিসের ফিল্ড অফিসার মো. মতিউর রহমান বিষয়টি নিশ্চত করেছেন।
Check Also
হোমনা-মুরাদনগর ২২ কি.মি. সড়ক খানাখন্দে বেহাল, জনদুর্ভোগ চরমে!
হোমনা-মুরাদনগর ২২ কি.মি. সড়ক খানাখন্দে বেহাল, জনদুর্ভোগ চরমে — দেখার যেন কেউ নেই!হোমনা( কুমিল্লা) প্রতিনিধি …