Breaking News

হোমনার কৃতি সন্তান লন্ডন মেট্রোপালিটন পুলিশের “ল” এনফোর্সমেন্ট অফিসার!

দর্পণ ডেস্ক

কুমিল্লার হোমনার কৃতী সন্তান ব্যারিস্টার ইমরান খান লণ্ডন মেট্রোপলিটন পুলিশের ‘ল’ এনফোর্সমেন্ট অফিসার হিসেবে যোগদান করেছেন। তিনি বর্তমানে হলওয়ে পুলিশ স্টেশনে (সেন্ট্রাল নর্থ লণ্ডন কমাণ্ড ইউনিট) কর্মরত আছেন।

ব্যারিস্টার ইমরান খান হোমনা পৌরসভার শ্রীমদ্দি গ্রামের
আব্দুল লতিফ এবং মরহুমা মনোয়ারা বেগম এর কনিষ্ঠ পুত্র।

জানা গেছে, ব্যারিস্টার ইমরান খান ২০০৪ সালে হোমনা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ২০০৬ সালে ঢাকার মোহাম্মদপুর স্টেট কলেজ থেকে এইচএসসি এবং ২০১৪ সালে লণ্ডন ইউনিভার্সিটি থেকে এলএলবি তে অনার্স ডিগ্রি অর্জন করেন। ২০১৫ সালে ম্যাডিলেস্ক কলেজে জুনিয়র লেকচারার হিসাবে দায়িত্ব পালন করেন। ২০১৬ সালে নর্থ হ্যামটন ইউনিভার্সিটি থেকে মাস্টার্স শেষ করেন। ২০১৮ সালে বারেট ‘ল’ শেষ করে কিছুদিন ইমিগ্রেশন প্র্যাকটিস করেন।
বর্তমানে তিনি লণ্ডন মেট্রোপলিটন পুলিশে ‘ল’ এনফোর্সমেন্ট অফিসার হিসেবে হলওয়ে পুলিশ স্টেশনে (সেন্ট্রাল নর্থ লণ্ডন কমাণ্ড ইউনিট) কর্মরত আছেন। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।

About Darpan News24

Check Also

হোমনায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র বিতরণ

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি কুমিল্লার হোমনায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার(১০ ডিসেম্বর) বিকালে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *