হোমনা( কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লা হোমনায় বিল্লাল হোসেন হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১৯ মার্চ), বড় ঘাড়মোড়া গ্রামবাসীর আয়োজনে হোমনা-কাশিপুর রোডে ঘারমোড়া বাজার এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত বিল্লালের মা শেলী বেগম, ফুফু কুলসুম বেগম, রহিম মেম্বার, মালু মেম্বার, আবদুর রহিম, মো. ইয়াছিন, আনোয়ার হোসেন, ইফতেখার, সাইদুল ও নবী হোসেন প্রমূখ।
মানববন্ধনে বক্তাগণ বলেন, এলাকার চিহৃিত মাদক ব্যবসায়ীরা পরিকল্পিত ভাবে বিল্লাল হোসেন কে হত্যা করেছে। হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাই।
গত রবিবার (১৬ মার্চ) রাতে হোমনা উপজেলার বড় ঘারমোড়া গ্রামে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে মাদকসেবীরা বিল্লাল হোসেনকে বাড়ি থেকে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করে। পরে তার মা সেলি বেগম বাদী হয়ে অজ্ঞাত নামা আসামীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে।
ওসি জাবেদ উল ইসলাম জানান, এ মামলায় দুলাল মিয়া ও জসিম উদ্দিন নামের দুই মাদক ব্যবসায়ীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।