দর্পণ ডেস্ক রিপোর্ট।।
ইসলামী আন্দোলন বাংলাদেশ”এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছে, বিগত দিনে যারা দেশ পরিচালনা করেছে তাদের শাসন দেখেছি,আমরা আমাদের সন্তানের লাশ দেখতে চাইনা। ইতোমধ্যে সামনে কি হবে তা আমরা অনুমান করতে পারছি। চাঁদার জন্য পাথর মেরে মানুষ হত্যা করে লাশের উপর নিত্য করতে দেখেছি। নির্বাচন কমিশনে গিয়ে মারামারি করতে দেখেছি। নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব বক্তব্য দিচ্ছেন। সুতরাং পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠুনির্বাচন সম্ভব নয়। দেশের মানুষকে ধোকা দিয়ে বোকা বানানো যাবে না।
সোমবার(২৫ আগস্ট) বিকালে কুমিল্লার হোমনায় দড়িচর মাঠে ইসলামি আন্দোলন বাংলাদেশ আয়োজিত এক বিশাল গণ সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আয়োজক কমিটির সভাপতি মাওলানা তফাজ্জল হুসাইনের সভাপতিত্বে মুহাম্মদ ইউসুফের উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিনিয়র যুগ্ন মহাসচিব মাও. গাজী আতাউর রহমান, যুগ্ন মহাসচিব ইঞ্চিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব মাও আহমদ আবদুল কাইয়ুম, কুমিল্লা পশ্চিম জেলা শাখার সভাপতি মাওলানা তাজুল ইসলাম, কুমিল্লা পশ্চিম জেলা বাংলাদেশ মুজাহিদ কমিটির ছদর মাও বশির আহমদ,
জামায়াতে ইসলামী মনোনীত কুৃমিল্লা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী নাজিম উদ্দিন মোল্লা, হোমনা উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা সাইদুল হক, হেফাজতে ইসলামের হোমনা উপজেলার শাখার সেক্রেটারী হাফেজ মাওলানা মো ইব্রাহিম ও পৌর শাখার সভাপতি রহমত উল্লাস আশেকী, ঘাগুটিয়া ইউনিয়ন উপদেষ্টা মাওলানা আহমদ উল্লাহ,ঘাগুটিয়া ইউনিয়ন সভাপতি মাওলানা শাহ আলম তিতাস উপজেলা জাতীয় নাগরিক পাটির সভাপতি সাইদ আহমেদ সরকার প্রমুখ।
পরে কুমিল্লা-১,২ আসনের দলেরর মনোনীত প্রার্থীকে পরিচয় করিয়েদেন। তা হলেন ইঞ্জিনিয়ার আশরাফুল আলম ও মুফতি তাইজুল ইসলাম।