আবদুল হক সরকার
কুমিল্লার হোমনায় সরকারিভাবে ধান, গম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।মো.
আজ ২৩ মে সোমবার ১১ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) ক্ষেমালিকা চাকমা
উপজেলা খাদ্য গুদামে এ ধান, গম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ওয়াসিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ( পিআইও)মোহাম্মদ নাহিদ আহম্মেদ জাকির, ইউডিএফ স্থানীয় সরকার বিভাগের উপজেলা উন্নয়ন ফ্যাসিলিটেটর( ইউডিএফ) খালিদ মোস্তাফিজ, উপজেলা কানুন গো মো. আবদুল করিম ও ওসিএলএসডি মো. আবদুর রহমান,কৃষক মো. লাল মিয়া সহ তালিকাভুক্ত কৃষক কৃষানী ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
ওসিএলএসডি মো. আবদুর রহমান জানান, সরকারিভাবে হোমনা, মেঘনা ও তিতাস উপজেলা থেকে ১২শ’ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে। সরকার নির্ধারিত ৩০ টাকা দরে প্রথম দিনে ৫ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ করা হয়েছে।
জানাগেছে,আর্দ্রতা পরিমাপক যন্ত্রের সাহায্যে পরিমাপ করে তালিকাভুক্ত কৃষকদের কাছ থেকে বোরো ধান এবং গম সংগ্রহ করা হবে।