আব্দুল হক সরকার
কুমিল্লার হোমনায় ‘সামাজিক ও নৈতিক অবক্ষয় রোধে হযরত মুহাম্মদ রাসূল (সাঃ) এর জীবন চরিত ‘শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার( ২ অক্টোবর) সকাল ১১ টায় আন নাসিহাহ ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘ এ সেমিনার অনুষ্ঠিত হয়।
হোমনা উপজেলা ইমাম সমিতির সভাপতি হযরত মাওলানা হাফেজ ইব্রাহিম এর সভাপতিত্বে ও মাওলানা তাওহীদুল ইসলামের সঞ্চালনায় আলোচকবৃন্দ ছিলেন বরণ্যে লেখক, গবেষক ও মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা শরীফ মোহাম্মদ,জামিয়াতুল উলুমিল ইসলামিয়া উস্তাযুল হাদীস মাওলানা তাহমীদুল মাওলা, দৈনিক আলোকিত বাংলাদেশ সহ-সম্পাদক মাওলানা আলী হাসান তৈয়ব,মাহাদুশ শায়খ ইলিয়াস (রহঃ) প্রধান মুফতি মুহাম্মদ সাইফুল্লাহ, মাওলানা মো. মাইনুদ্দিন, মাওলানা মুফতি নুরুজ্জামান, মাওলানা আবদুল মজিদ, মাওলানা সামসুল হক, মাওলানা ইসমাইল ও মাওলানা জালাল উদ্দীন প্রমুখ।
পরে সীরাত কুইজ প্রতিযোগিতায় ৩০ জন বিজয়ীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও অন্যান্য পুরস্কার বিতরণ করা হয়।