হোমনা ( কুমিল্লা)প্রতিনিধি
কুমিল্লার হোমনায় বিভিন্ন
মাদ্রাসা ও এতিমখানা কোরআনের পাখিদের মাঝে বিনামূল্যে চক্ষু চিকিৎসা এবং চশমা বিতরণ করা হয়েছে।
আজ শনিবার বিকালে মানবিক সংগঠন হাড়ির খোঁজে বাড়ির উদ্যোগে উপজেলার দূর্গাপুর হাফেজিয়া কাসেমীয়া মাদ্রাসা ও এতিমখানায় কোরআনের পাখিদের মাঝে এ চশমা বিতরণ করা হয়।
এ সময় মানবিক সংগঠন হাঁড়ির খোঁজে বাড়ির পরিচালক মোঃ আবদুস সালাম ভূইয়া, দৈনিক সোনালী বার্তার হোমনা প্রতিনিধি তরিকুল ইসলাম,মাদরাশার মোহতামিমগণ উপস্থিত ছিলেন।
জানাগেছে,গত সপ্তাহে চক্ষু চিকিৎসা দেয়া হয়। চক্ষু পরীক্ষা শেষে যাদের চশমার প্রয়োজন তাদেরকে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়। চশমা পেয়ে কোরআনের পাখিরা খুব খুশি হয়েছে। এ সময় তারা বলে এখন তাদের কোরআন তেলওয়াত করতে কোন সমস্যা হবে না। এ রকম একটি সেবা পেয়ে প্রতিষ্ঠানের ছাত্র ও শিক্ষক সকলে মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন “হাড়ির খোঁজে বাড়ি” কে আন্তরিক ধন্যবাদ জানায়।
মানবিক সংগঠন হাঁড়ির খোঁজে বাড়ির পরিচালক মো.আবদুস সালাম ভূঁইয়া জানান, এ কর্মসূচী অব্যহত আছেএবংপর্যায়ক্রমে সকল মাদরাশায় পরিচালিত হবে। ইন্সা আল্লাহ।