আব্দুল হক সরকার:
কুমিল্লার হোমনা উপজেলার ৯২টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শূণ্য পদে ৩৬ জন নতুন সহকারী শিক্ষক যোগদান করেছেন।
সোমবার (২৩ জানুয়ারি) বেলা ১২ টায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আহসান তাঁর কার্যালয়ে শিক্ষকদের এ যোগদান পত্র গ্রহন করেন।
জানাগেছে, রবিবার নিয়োগ প্রক্রিয়া শেষে কুমিল্লা জেলা প্রাথমিক শিক্ষা অফিসে তারা যোগদান করেন।পরে সোমবার দুপুর ১ টার দিকে হোমনা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে নতুন শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আহসান,সহকারী শিক্ষা অফিসার মো. কবির হোসেন, মো. নজরুল ইসলাম,খাদিজা আক্তার,মো. আনিসুজ্জামান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হালিমা বেগম, সহকারি শিক্ষক রাশিদা বেগম,ফরিদা বেগম,খুকি বেগম সহ নব যোগদানকৃত শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা শিক্ষা অফিস সুত্রে জানা যায়, হোমনা উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌর সভায়, ৯২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ৩৫টি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শুন্য রয়েছে। এছাড়া বিভিন্ন বিদ্যালযে ৬২ টি সহকারী শিক্ষক পদের মধ্যে নতুন ৩৬ পদে নিয়োগ হলেও ২৬ টি পদ এখনো শুন্য রয়েছে।
২০২০ সালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর উপজেলা শিক্ষা অফিসারের আবেদনের প্রেক্ষিতে বিভিন্ন বিদ্যালয়ে ৩৬ জন সহকারী শিক্ষক যোগদান করেছেন। এর মধ্যে ৯ জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং ২৭ জন নব জাতীয়করণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন।
যোগদান কৃত নতুন শিক্ষকগণ হল-
মো. জসিম উদ্দিন,মো. রাজু আহম্মেদ,মো. সফিকুল ইসলাম,
মো. কাউসার আলম,মো. অলি হোসেন, মো. জুয়েল রানা, মো. নেওয়াজ শরীফ,মো. আহসান হাবিব, মো. রুবেল সরকার,মো.মহসীন মিয়া, মো. মাসুদ রেজা,খাদিজা ভূঁইয়া,মোসাঃ আকলিমা আক্তার,মো. আমান উল্লাহ আমান,ফারজানা ইয়াসমিন, পারভিন আক্তার,তাসলিমা আক্তার, লিপি আক্তার, সাদিয়া আক্তার লিমা, রাজিয়া সুলতানা, রেহানা আক্তার,আইরিন সিদ্দিকা, মো. সফিকুল ইসলাম, ফেদৌসী আক্তার,আফরোজা আক্তার নিপা,শারমিন আক্তার,তাছলিমা আক্তার, ফেরদৌসী নাহার প্রধান, কামরুন্নাহার লিজা,তানিয়া আক্তার, মাহফুজা আক্তার, শামীমা আক্তার, বিশখা রানী রায়, নুসরাত জাহান, সাদেকা নাহার, সুব্রত দাস,
উপজেলা শিক্ষা অফিসার মো. আহসান বলেন, উপজেলার ৯২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬২ টি শুন্যপদে ৩৬ নতুন সহকারি শিক্ষক যোগদান করেছেন। এতে শিক্ষক সংকট কিছুটা কেটে যাবে । তিনি বলেন, নতুন যোগদানকৃত শিক্ষকগণ উচ্চ শিক্ষিত অত্যান্ত মেধাবী ও কোয়ালিটি সম্পন্ন, তাদের মাধ্যমে শিক্ষার গুনগতমান বৃদ্ধি পাবে এবং শিক্ষাক্ষেত্রে আমুল পরিবর্তন আসবে বলে আমি বিশ্বাস করি।
আমি তাদের সাফল্য কামনা করছি।