আবদুল হক সরকার
কুমিল্লার হোমনায় সরকারিভাবে ধান, গম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।মো.
আজ ২৩ মে সোমবার ১১ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) ক্ষেমালিকা চাকমা
উপজেলা খাদ্য গুদামে এ ধান, গম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ওয়াসিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ( পিআইও)মোহাম্মদ নাহিদ আহম্মেদ জাকির, ইউডিএফ স্থানীয় সরকার বিভাগের উপজেলা উন্নয়ন ফ্যাসিলিটেটর( ইউডিএফ) খালিদ মোস্তাফিজ, উপজেলা কানুন গো মো. আবদুল করিম ও ওসিএলএসডি মো. আবদুর রহমান,কৃষক মো. লাল মিয়া সহ তালিকাভুক্ত কৃষক কৃষানী ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
ওসিএলএসডি মো. আবদুর রহমান জানান, সরকারিভাবে হোমনা, মেঘনা ও তিতাস উপজেলা থেকে ১২শ’ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে। সরকার নির্ধারিত ৩০ টাকা দরে প্রথম দিনে ৫ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ করা হয়েছে।
জানাগেছে,আর্দ্রতা পরিমাপক যন্ত্রের সাহায্যে পরিমাপ করে তালিকাভুক্ত কৃষকদের কাছ থেকে বোরো ধান এবং গম সংগ্রহ করা হবে।
দৈনিক দর্পণ নিউজ দৈনিক দর্পণ নিউজ 24