আবদুল হক সরকার
কুমিল্লার হোমনায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও শিক্ষার গুনগত মানোন্নয়েনে মা’বেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ ফ্রেব্রুয়ারি) সকাল ১১টায় পূর্ব শ্রীমদ্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. মনিরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথির ছিলেন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব কাজী ওয়াসেক।
উপজেলা বিআরডিবি এর সাবেক চেয়ারম্যান আ’লীগ নেতা মো.মেজবাহ উদ্দিন সরকার এর উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুন নাহার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হোমনা প্রেস ক্লাবের সভাপতি মো. আবদুল হক সরকার।
অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ফেনী জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক ডাঃ মো.জালাল হোসেন, হোমনা সরকারি ডিগ্রি কলেজের ইংরেজী প্রভাষক মো. হুমায়ুন কবির, আনসার ভিডিবি’র সহকারি পরিচালক মো. রকিবুদ্দিন,হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ মো. মামুনুর রশিদ,দৈনিক ইত্তেফাক পত্রিকার সাংবাদিক কামাল হোসেন, ডাঃ শাওন,মো. জাকারিয়া রিয়াত, ব্যাংক কর্মকর্তা মো.,সাইফুল ইসলাম, মো.জাহাঙ্হীর আলম, হোমনা পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবদুল মান্নান সরকার, উপজেলা স্বেচ্ছা সেবক দলের সভাপতি অহিদুজ্জামান মোল্লা, চরেরগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কবির আহাম্মদ, সহকারি শিক্ষক মো. মোসলেহ উদ্দিন, মো.মনির হোসেন, হোমনা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক মাওলানা ইব্রাহিম খলিল , পৌর কাউন্সিলর আবদুল কাদির, সাবেক কাউন্সিলর মো. সিরাজুল ইসলাম( শির মিয়া,) ও মো. কামাল হোসেন ,প্রাক্তন সহকারি শিক্ষক মো. মোবারক হোসেন, হারুন অর রশিদ, সহকারি শিক্ষক বীনা রানী দেবী, কামরুন্নাহার, রিপন , ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম ও সাইফুল ইসলাম রাজিব প্রমূখ।
বক্তারা শিক্ষার গুণগত মানোন্নয়ন ও প্রযুক্তিতে শিক্ষার্থীদের দক্ষতা বাড়ানোর পাশা পাশি নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন।
পরে মেধা ও ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।