হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় বিয়ের নয় মাস পরে সামান্থা (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) রাত আটটার দিকে উপজেলার চান্দেরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে শনিবার (১৮ অক্টোবর) ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় জানাজা শেষে দাফন করা হয়। তবে ঘটনার পর থেকে স্বামী শিপন মিয়া ও তার বাড়ির লোকজন পলাতক রয়েছে।
নিহত সামান্থা নয়া কান্দি গ্রামের মো. আব্বাস মিয়ার মেয়ে ও একই গ্রামের শিপন মিয়ার স্ত্রী।
জানা গেছে, নয় মাস আগে একই গ্রামের শিপন মিয়ার সাথে পারিবারিক ভাবে সামান্থার বিয়ে হয়। বিয়ের পর জনতে পারে তার স্বামীর বড় ভাইয়ের স্ত্রীর সাথে অবৈধ সম্পর্ক আছে। এ নিয়ে প্রায়ই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ও কলহ লেগে থাকত।
নিহতের বাবা মার অভিযোগ পারিবারিক কলোহের জেরে তাদের মেয়েকে নির্যাতন করে হত্যা করে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রেখেছে। আমরা এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবী করছি।
এ বিষয়ে হোমনা ওসি (তদন্ত) দিনেশ চন্দ্র দাস গুপ্ত জানান, প্রাথমিক ভাবে আত্মহত্যা বলে মনে হচ্ছে তবে নিহতের ঘরের দরজা বাইরে থেকে শেকল দেওয়া থাকলেও তা ভেতর ও বাহির উভয় দিক থেকেই খোলা যেত।
হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।” এখনও কেহ বাদী হয়ে অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Check Also
হোমনায় ট্রান্সফরমার চোর ধরে দুইদিন ধরে বিদ্যুৎবিহীন ২০ পরিবার, আইনে জনভোগান্তি!
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে এক চোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে …
দৈনিক দর্পণ নিউজ দৈনিক দর্পণ নিউজ 24