ডেস্ক রিপোর্ট-
কুমিল্লার হোমনা পৌর সভায় শতভাগ স্যানিটেশন অর্জনের লক্ষ্যে হোমনা পৌরসভা ও স্থানীয় পর্যায়ে কর্মরত মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনের মধ্যে সহযোগিতার সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বেলা ১১টায় পৌরসভা মিলনায়তনে পৌর সভার প্রতিনিধি মেয়র এ্যাডভোকেট নজরুল ইসলাম ও মাইক্রোফাইন্যান্স ইনস্টিটিউশনের প্রতিনিধিদের মধ্যে এ সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
হোমনা পৌরসভার আয়োজনে ও ইউনিসেফ বাংলাদেশ এর সহযোগীতায় আয়োজিত অনুষ্ঠানে পৌর মেয়র এ্যাডভোকেট মো. নজরুল ইসলামের সভাপতিত্বে পৌর সভার নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন,সহকারী প্রকৌশলী মো. ফেরদৌস আহমেদ,হিসাব রক্ষণ কর্মকর্তা মো. বিল্লাল হোসেন, উপসহকারি প্রকৌশলী মো. জহির উদ্দিন,প্রধান অফিস সহকারি মো. আবদুল মুন্নাফ সহ বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ ও মাইক্রোফাইন্যান্স ইনস্টিটিউশনের স্থানীয় প্রতিনিধিবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।