দর্পণ ডেস্ক রিপোর্টঃ
কুমিল্লা জেলার হোমনা উপজেলার দড়িচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২৭ ফেব্রুয়ারি বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক মো. আইয়ুব আলীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মরিয়ম বেগম অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মুহাম্মদ নজরুল ইসলাম, দড়িচর রয়েল একাডেমির প্রধান শিক্ষক মো. গিয়াস উদ্দিন,ইউপি সদস্য মো. ইসমাইল, দড়িচর রয়েল একাডেমির প্রতিষ্ঠাতা মো.আলমগীর হোসেন ও ঘাগুটিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন
ম্যানেজিং কমিটির সহ-সভাপতি এস.এম ওয়াছেক সাবেক ইউপি সদস্য আবু ইসহাক প্রমুখ । পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ ছাড়া শিক্ষার্থীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় বিদ্যালয়ের ছাত্র -শিক্ষক, অভিভাবক,এলাকার গণ্যমাণ্যব্যক্তি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।