দর্পণ নিউজ ডেস্ক
কুমিল্লার হোমনায় শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসার ইউনিয়ন পর্যায়ে অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৩ জানুয়ারি) দিনব্যাপী ৫ টি ভ্যানুতে যেমন হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়, দুলালপুর চন্দ্রমনি বহুমুখী উচ্চ বিদ্যালয়, রামকৃষ্ণপুর কে কে আরকে উচ্চ বিদ্যালয়, মাথাভাঙ্গা ভৈরব উচ্চ বিদ্যালয়, কাশিপুর হাসেমিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
হোমনা উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠানে হোমনা উপজেলা পরিষদের চেয়ারম্যান রেহানা বেগম,উপজেলা নির্বাহী অফিসার রুমন দে, পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী মো. শাহিনুজ্জামান খোকন, ভ্যানুর দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মো. তৈয়ব হোসেন, একাডেমীক সুপারভাইজার মো. রাশেদুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মন,উপজেলা ফ্যাসিলেটেটর খালিদ মোস্তাফিজ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ওয়াসিম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. রাসেল আহম্মেদ, দুলালপুর ইউপি চেয়ারম্যান মো. জসিম উদ্দিন সওদাগর, মাথাভাঙ্গা ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম মোল্লা,চান্দেরচর ইউপি চেয়ারম্যান মো.মোজাম্মেল হক, ভাষানিয়া ইউপি চেয়ারম্যান মো. ছাদেক সরকার, প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম,এটিএম মফিজুল ইসলাম শরিফ, আবুল বাশার সরকার,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জালাল আহাম্মেদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ক্রীড়া শিক্ষক গণ এ সময় উপস্থিত ছিলেন।
জানাগেছে,আগামী ২৫ জানুয়ারি উপজেলা পর্যায়ে প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে।