Breaking News

হোমনায় শিক্ষার মানোন্নয়নে শিক্ষক -পরিচালনা পর্ষদের মতবিনিময়



হোমনা( কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার হোমনায় শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সাথে পরিচালনা পর্ষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ মে) বিকালে রেহানা মজিদ মহিলা কলেজের উদ্যোগে কলেজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে কলেজ শিক্ষক কর্মচারী ও পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
হোমনা রেহানা মজিদ মহিলা কলেজের অধ্যক্ষ মো. মজিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ব্যারিস্টার সাইফুল ইসলাম উজ্জল, হোমনা প্রেস ক্লাবের সভাপতি ও অভিভাবক সদস্য মো. আবদুল হক সরকার,বিদ্যুোৎসাহী সদস্য মো. নাহিদ হাসান, অভিভাবক সদস্য মো. খবির উদ্দিন ও বিল্লাল হোসেন ছাড়াও প্রভাষক একেএম শাহিন, মো.আবু ইউসুফ, মো. আল আমিন, মো. সোহেল রানা মো. হুমায়ুন কবীর, মো.জেয়াল হক, আয়েশা ছিদ্দিকা, সাঈদা আক্তার, মো.ইলিয়াস আহম্মেদ, মো.মাসেদ আলম, মো নুর আহাম্মেদ, মো.কামরুল হাসান, প্রবীর সূত্রধর, মো.মাহফুজুর রহমান, তানিয়া আক্তার, নাছিমা আক্তার,রেহানা পারভীন,তাহমিনা সুলতানা, জ্যাসনা আক্তার প্রমুখ।
পরে শিক্ষক-কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধি, শিক্ষার্থীর শতভাগ উপস্থিতি নিশ্চিত করা, ক্লাশে শিক্ষার্থীদের মাঝে হ্যান্ড নোট সরবরাহ করা, অভিভাবকদের মাঝে সচেতনতা বৃদ্ধি ও তাদের সন্তানদের সঠিক তথ্য প্রদান করা, উপস্থিতি বাড়াতে মার্কস নির্ধারণ করা ছাড়াও, কলেজে বিনোদনের ব্যবস্থা করা, শিক্ষার্থীদের কমন রুমের সংস্কার করা, ক্লাশে বিশুদ্ধ খাবার পানি নিশ্চিত করা সহপ্রতিমাসে বিতর্ক প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।

এদিকে মতবিনিময় সভায় বিভিন্ন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের সাথে সুসম্পর্ক রেখে ছাত্রী ভর্তি সংখ্যা বৃদ্ধি করার পরামর্শ দেয়া হয়। এবং জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে বেতন ফ্রি সহ কলেজের পক্ষ থেকে যাবতীয় সুযোগ সুবিধা প্রদান করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।
পরে পরিচালনা পর্ষদের সভাপতি ব্যারিস্টার সাইফুল ইসলাম উজ্জল সকল দাবী দাওয়া পুরণের আশ্বাস দিয়ে বলেন, আপনাদের নিকট কিছু চাই না শুধু কলেজের ভাল ফলাফল প্রত্যাশা করছি।

About Darpan News24

Check Also

হোমনায় সিএনজি অটোরিকশার ধাক্কায় বাইসাইকেল আরোহি শিশু নিহত

হোমনা ( কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় সিএনজি অটোরিকশার ধাক্কায় মোঃ রিফাত (১০) নামের এক শিশুর মৃ’ত্যু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *