হোমনা( কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার হোমনায় ৬কেজি গাঁজাসহ ২জন মাদক ব্যবসায়ীকে আটক করে তাদের ব্যবহৃত প্রাইভেট কার জব্দ করেছে হোমনা থানা পুলিশ।
বুধবার( ২৫জুন) সন্ধা ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিনাইয়া টু মেঘনা রোডের সিনাইয়া বাজার এলাকায় ম্যাট নীল একটি প্রাইভেটকারকে চ্যালেঞ্জ করে ২জনকে আটক করে গাড়ি তল্লাসি করে ৩টি প্যাকেটে ৬ কেজি গাঁজা পাওয়া যায়। পরে গাড়ীটি জব্দ করে থানায় নিয়ে যায়।
আটককৃত ব্যক্তিরা হলো গাজীপুর জেলা সদরের বড়য়ের কয়ের গ্রামের আবির ভূইয়ার ছেলে কাওসার ভূইয়া(৪২) বর্তমানে ৪৭ নং ওয়ার্ড উত্তরা পূর্ব ডিএমপি ঢাকা। শেরপুর জেলার নকলা থানার বালিয়াদি গ্রামের আবদুস সামাদের ছেলে মো. মনির হোসেন সরকার(২৭)।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) নাজমুল হুদা জানান, বুধবার মাথাভাঙ্গা সিনাইয়া বাজার এলাকা থেকে ৬ কেজি মাদক সহ দুই জনকে গ্রেফতার ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Check Also
হোমনা-মুরাদনগর ২২ কি.মি. সড়ক খানাখন্দে বেহাল, জনদুর্ভোগ চরমে!
হোমনা-মুরাদনগর ২২ কি.মি. সড়ক খানাখন্দে বেহাল, জনদুর্ভোগ চরমে — দেখার যেন কেউ নেই!হোমনা( কুমিল্লা) প্রতিনিধি …