আব্দুল হক সরকার
কুমিল্লার হোমনায় পৃথক অভিযান চালিয়ে ৬০০ ইয়াবা টেবলেট সহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে হোমনা থানা পুলিশ।
গতকাল সোমবার হোমনা থানার এস আই মোজাফফর হোসেন, এস আই টিবলু মজুমদার, এএসআই রনি গাজী ও এএসআই সোহেল রানার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬০০ পিছ ইয়াবা টেবলেট সহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, উপজেলার ঘারমোড়া ইউনিয়নের মনিপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের ছেলে সাইদুর আলম অপু,
বড় ঘারমোড়া গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে মো. জসিম ও মধ্যকান্দি গ্রামের আঃ জলিল আমিনের ছেলে মো. রাসেল।
থানা সূত্রে জানাগেছে, মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্সের অংশ হিসাবে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয় এতে ঘারমোড়া বাজার এলাকা থেকে তালিকা ভুক্ত মাদক ব্যবসায়ী জসিমকে আটক করে এবং তার দেহ তল্লাসি করে ১০০ পিছ ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়। পরে তার তথ্য মতে মনিপুর গ্রামে অভিযান চালিয়ে সাইদুর আলম অপুর কবুতরের ঘর থেকে ৪০০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় সাইদুর আলম অপুকে গ্রেফতার করা হয়।
এ ছাড়াও গোপন সংবাদের ভিত্তিতে জয়পুর ইউনিয়নে অভিযান চালিয়ে রাজা কাশিপুর গ্রামের অলি মিয়ার বাড়ির সামনের পাকা রাস্তা থেকে রাসেল কে গ্রেফতার করে। এবং তার নিকট থেকে ১০০ ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়।
হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান,
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ সনের ৩৬(১) সারণি ১০(ক) ধারায় পৃথক মামলা রুজু করা হয়েছে।
মঙ্গলবার আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যহত থাকবে।