Breaking News

হোমনায় দুর্যোগে জরুরী সাড়াদান পদ্ধতি শক্তিশালী করার লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দর্পণ ডেস্ক রিপোর্ট-
কুমিল্লার হোমনায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যের SOD এর আলোকে জরুরী সাড়াদান পদ্ধতি শক্তিশালীকরণের লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) বিকাল ৩ টায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসাবে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন, দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপপরিচালক(কাবিখ-৩) মো.নুরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসাবে কুমিল্লা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ আবেদ আলী দুর্যোগ ব্যবস্থাপনার উপরে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন,স্থানীয় পর্যায়ের সমন্বয়ে দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান নিয়ামক হিসেবে বিবেচনা করা হয়। প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও সকলের সমন্বিত অংশগ্রহণ দুর্যোগঝুঁকি ব্যবস্থাপনা পদ্ধতি প্রতিষ্ঠা করতে কার্যকর ভূমিকা রাখে।

এ সময় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সফিকুল ইসলাম সহ সদস্যদের মধ্যে সরকারি বেসরকারি দপ্তরসমূহের কর্মকর্তা ও স্থানীয় সংবাদিকবৃন্দ এ সভায় উপস্থিত ছিলেন।

About Darpan News24

Check Also

হোমনায় মাদকাসক্তি স্বামীর ছুরিকাঘাতে গুরুতর জখম স্ত্রী রেনু বেগম (৪০),স্বামী আটক

হোমনা( কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার হোমনা মো. শাহআলম(৫০) নামের মাদকাসক্তি স্বামীর ছুরির আঘাতে মারাত্মক আহত হয়েছে স্ত্রী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *