আব্দুল হক সরকার
কুমিল্লার হোমনায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি কর্তৃক স্থাপিত উপজেলা পর্যায়ে মান নিয়ন্ত্রণ ল্যাবরেটরি শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ ১ জুন বৃহস্পতিবার সারা দেশের ন্যায় কুমিল্লার হোমনায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মাননিয়ন্ত্রন ল্যাবরেটরীর উদ্বোধন করা হয়। সকাল ১০ ঘটিকায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ল্যাবরেটরীর উদ্বোধন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমাবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি।
হোমনা উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে, উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম,ইউএনও ক্ষেমালিকা চাকমা, পৌর মেয়র এ্যাড. মো. নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার, হোমনা প্রেস ক্লাবের সভাপতি মো. আব্দুল হক সরকার,উপ সহকারি প্রকৌশলী মো. শামীম আহাম্মেদ, মো. ইউনুস মিয়া, মো. মমিনুল ইসলাম সহ ইউপি চেয়ারম্যান অন্যান্য ঠিকাদার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
আব