হোমনা( কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার হোমনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের চতুর্থ থানা যুবসম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। এতে এম এ সাখাওয়াত বাঙালকে সভাপতি, হাফেজ মনিরুল ইসলামকে সহ-সভাপতি ও মাওলানা সালমান সাদীকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ হোমনা উপজেলা শাখার কমিটি ঘোষনা করা হয়।
শনিবার( ৪ মার্চ) বিকাল ৪ টায়
উপজেলা সাব রেজিস্ট্রি অফিসের পূর্ব পাশের বালুর মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব বলেছেন,দেশে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকলের নাগরিক অধিকার ও সামাজিক নিরাপত্তা ও ন্যয়বিচার প্রতিষ্ঠার লক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে।
এ আন্দোলন শুধু চরমোনাই পীর, কিংবা শুধু মুসলমানের আন্দোলন নয়। এ আন্দোলনে জাতি ধর্ম, বর্ণ নির্বিশেষে ছাত্র,যুব সকলে শরীক হওয়ার আহবান জানান তিনি।
কাদিয়ানীদের বিষয়ে তিনি বলেন, কাদিয়ানীরা যেহেতু ইসলামের মৌলিক আক্বিদা বিশ্বাস করে না, নবী (সা.)কে খাতামুন নাবী হিসাবে স্বিকৃতি দেয় না; সুতরাং তারা মুসলমান দাবী করতে পারে না। তারা অন্য জাতি।
মাওলানা গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সহ-সাধারণ সম্পাদক মুফতি রহমাতুল্লাহ বিন হাবিব, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা পশ্চিম জেলার সভাপতি মুহাম্মদ সাইফুল্লাহ সাইফ, কুমিল্লা পশ্চিম ইসলামী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক আবু ইউসুফ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ হোমনা উপজেলার সভাপতি ইসহাক বিন জলিল, মাওলানা বোরহান উদ্দিন, আল আমিন, মাওলানা আব্দুল হাকিম, এম এ সাখাওয়াত বাঙাল, হাফেজ মনিরুল ইসলাস, মো. সালমান সাদী, মো. আল আমিন,আবদুল্লাহ আল মামুন, মো. বাহা উদ্দিন আশ্রাফি প্রমুখ।