Breaking News

হোমনায় ইউসিসিএ লিঃ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ফারুক ও মনির বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন!

দর্পণ নিউজ ডেস্ক :
কুমিল্লার হোমনায় উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ ( ইউসিসিএ) বিআলডিবি নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন ফারুক ও ভাইস চেয়ারম্যান পদে উপজেলা কৃষকলীগের সভাপতি মো. মনির হোসেন বিনাপ্রতিদ্ন্ধীতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে এ দুটি পদে আর কেউ মনোনয়নপত্র জমা না দেওয়ায় ও দাখিলকারীদের মনোনয়নপত্রে কোনো ত্রুটি না থাকলে তারাই নির্বাচিত হতে পারেন।

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে একাধিক মনোনয়নপত্র বিক্রয় করা হলেও

বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষদিনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী হিসেবে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো. দেলোয়ার হোসেন ফারুক ও কৃষক লীগ সভাপতি মো. মনির হোসেন সওদাগর মনোনয়নপত্র জমা দেন।

গত ৩০ অক্টোবর ইউসিসিএ লিঃ এর ঘোষিত নির্বাচনের তফসিল অনুযায়ী গত ৬ নভেম্বর ছিল মনোনয়নপত্র ক্রয় এবং গতকাল বৃহস্পতিবার ১০ নভেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। আগামী ৪ ডিসেম্বর ভোটগ্রহণের তারিখ নির্ধারন করা হয়।

রিটার্নিং অফিসার ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. বেলায়েত হোসেন জানান,
চেয়ারম্যান পদে মো. দেলোয়ার হোসেন ফারুক ও ভাইস চেয়ারম্যান পদে মো. মনির হোসেন মনোনয়নপত্র জমা দেন।

যাচাই বাছাইয়ের পর আনুষ্ঠনিকভাবে নির্বাচিতদের নাম ঘোষণা করা হবে।

About Darpan News24

Check Also

হোমনার ঐতিহ্যবাহী রঘুনাথপুর দারুস সূন্নাত নেছারিয়া মাদরাসা

সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তায়ালার যিনি এ জগতে তাহার ঐশীবানী প্রচার ও প্রসারের ব্যবস্থা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *