Breaking News

হোমনায় ইউসিসিএ লিঃ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ফারুক ও মনির বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন!

দর্পণ নিউজ ডেস্ক :
কুমিল্লার হোমনায় উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ ( ইউসিসিএ) বিআলডিবি নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন ফারুক ও ভাইস চেয়ারম্যান পদে উপজেলা কৃষকলীগের সভাপতি মো. মনির হোসেন বিনাপ্রতিদ্ন্ধীতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে এ দুটি পদে আর কেউ মনোনয়নপত্র জমা না দেওয়ায় ও দাখিলকারীদের মনোনয়নপত্রে কোনো ত্রুটি না থাকলে তারাই নির্বাচিত হতে পারেন।

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে একাধিক মনোনয়নপত্র বিক্রয় করা হলেও

বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষদিনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী হিসেবে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো. দেলোয়ার হোসেন ফারুক ও কৃষক লীগ সভাপতি মো. মনির হোসেন সওদাগর মনোনয়নপত্র জমা দেন।

গত ৩০ অক্টোবর ইউসিসিএ লিঃ এর ঘোষিত নির্বাচনের তফসিল অনুযায়ী গত ৬ নভেম্বর ছিল মনোনয়নপত্র ক্রয় এবং গতকাল বৃহস্পতিবার ১০ নভেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। আগামী ৪ ডিসেম্বর ভোটগ্রহণের তারিখ নির্ধারন করা হয়।

রিটার্নিং অফিসার ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. বেলায়েত হোসেন জানান,
চেয়ারম্যান পদে মো. দেলোয়ার হোসেন ফারুক ও ভাইস চেয়ারম্যান পদে মো. মনির হোসেন মনোনয়নপত্র জমা দেন।

যাচাই বাছাইয়ের পর আনুষ্ঠনিকভাবে নির্বাচিতদের নাম ঘোষণা করা হবে।

About Darpan News24

Check Also

মেঘনায় বালু ব্যবসা নিয়ন্ত্রন ও আধিপত্য নিয়ে আ’লীগের দুগ্রুপে টেটা যুদ্ধ স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত! আহত-১০

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার মেঘনায় বালু ব্যবসা নিয়ন্ত্রন ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *