নিজস্ব প্রতিনিধি
কুমিল্লার হোমনায় বে সরকারি সংস্থা আশা’র ৩ দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পিং এর উদ্বোধন করা হয়েছে।
আজ রবিবার সকাল ১০ চার দিকে হোমনা সদর ব্রাঞ্চে প্রধান অতিথি হিসাবে এর উদ্বোধন করেন হোমনা পৌরসভার মেয়র এ্যাডভোকেট মো. নজরুল ইসলাম।
আশা’র সিনিয়র ডিস্ট্রিক ম্যানেজার মো. আব্দুল আহাদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন হোমনা প্রেস ক্লাবের সভাপতি মো. আবদুল হক সরকার, আশা’র সিনিয়র এডিশনাল ডিভিশনাল ম্যানেজার মো. জালাল উদ্দিন,আশা’র সিনিয়র ফিজিওথেরাপিস্ট মো. আবদুর রহমান, আশা’র রিজিওনাল ম্যানেজার মানিক চন্দ্র দাস, হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মাহফুজা রহমান ।
এ ছাড়াও আশা’র মেডিকেল অফিসার বৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক রাসেল আহাম্মেদ, মাঈনুল ইসলাম মিশুকসহ প্রিন্ট ওইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। ,
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে আশা’র সিনিয়র এডিশনাল ডিভিশনাল ম্যানেজার মো. জালাল উদ্দিন বলেন,আশা বর্তমানে ৪টি সমন্বিত স্বাস্থ্যকেন্দ্র ও ৫১টি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে ১ লাখ ৬০ হাজার রোগিকে স্বাস্থ্য সেবা দিয়ে আসছে। তারই ধারা বাহিকতায় ৩দিন ব্যাপি হোমনা সদর ব্রাঞ্চে অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি মেডিকেল ও ফিজিওথেরাপি ক্যাম্প পরিচালিত হবে।এ ক্যাম্পের মাধ্যমে সাধারণ জনগন বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহন করতে পারবেন।
জানাগেছে, আশা’র উদ্যোগে সারাদেশে ৫ হাজার প্রাথমিক শিক্ষা কেন্দ্র খোলা হয়েছে। ২০২৪সালে ৮৫০টি ব্রাঞ্চে শিশু শিক্ষা কেন্দ্র খোলা হবে। যাতে প্রায় ৩লাখ শিশু শিক্ষার্থীকে পাঠদান সহায়তা প্রদান করা সম্ভব হবে।
এ ছাড়া অশা’র নিজস্ব অর্থায়নে দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন অব্যাহত আছে।