হোমনা ( কুমিল্লা)প্রতিনিধি
অত্যাধুনিক তথ্য প্রযুক্তি ও ইংরেজী ভাষায় দক্ষতা অর্জনের লক্ষ্যে কুমিল্লার হোমনায় আইইএলটিএস এন্ড স্কিল সেন্টারের উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন (পূর্ব পার্শ্বে) ইব্রাহীম খলিল টাওয়ারের ২য় তলায় হোমনা উপজেলা মাধ্যমিক শিক্ষাঅফিসের একাডেমীক সুপারভাইজার রাশেদুল ইসলাম প্রধান অতিথি হিসাবে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
ইনস্টিটিউটের প্রধান কার্য নির্বাহী ও চীফ কনস্যালট্যান্ট মাসুম বিল্লাহ সজীব এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন আইটি সেন্টারের প্রধান পৃষ্টপোষক মো. আবু সায়েম।
হোমনা প্রদর্শ উচ্চ বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক ও আইটি সেন্টারের কনসালট্যান্ট মো. সাইদুর রহমান সাইদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন হোমনা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমীক সুপার ভাইজার মো. রাশেদুল ইসলাম, হোমনা প্রেস ক্লাবের সভাপতি মো. আবদুল হক সরকার,হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়েরর প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান, হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যাললয়ের প্রধান শিক্ষক আমেনা বেগম, খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, আমিনুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক কে এম আতিকুর রহমান, নিলখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.শামসুল হক সরকার, তিতাস উপজেলার কাপাস কান্দি মডেল একাডেমীর প্রধান শিক্ষক মো. আব্দুল করিম প্রমূখ।
উদ্বোধনী অনুষ্ঠানে আইটি স্কিল সেন্টারে উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে বক্তাগন বলেন,
এ উদ্যোগেরর ফলে স্বল্প খরচে, প্রশিক্ষণ নিয়ে এ এলাকার শিক্ষার্থীরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় এগিয়ে যাবে এবং তথ্যপ্রযুক্তির মাধ্যমে দক্ষ জনবল তৈরিতে সক্ষম হবে। বক্তাগন প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য ঠিক রেখে সেবার মান বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন।
জানা যায় আইইএলটিএস এন্ড আইটি স্কিল সেন্টারে আন্তর্জাতিক মানের আই ইএলটিএস প্রশিক্ষণ, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং সহ বিভিন্ন তথ্যপ্রযুক্তি বিষয়ক কোর্স পরিচালিত হবে। যুগের চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলাই এ প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, তথ্য প্রযুক্তি শিক্ষায় আগ্রহী তরুনগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।