হোমনা( কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপ ধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, হোমনা পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ পুলিশ,উপজেলা বিএনপিও অঙ্গসংগঠন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সহ বিভিন্ন পেশাজীবি ও সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করে শহীদদের প্রতিশ্রদ্ধা নিবেদন করেন।
এর পর সকাল ৮টায় হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সালাম ও অভিবাদন গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহিদুল ইসলাম ও অফিসার ইনচার্জ মোহাম্মদ মোর্শেদুল আলম চৌধুরী।
এতে বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করেন।
সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. শহিদুল ইসলাম এর সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আহম্মেদ মোফাচ্ছের, হোমনা থানা অফিসার ইনচার্জ মোর্শেদুল আলম চৌধুরী, উপজেলা নির্বাচন কর্মকর্তা আহসান হাবিব, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা হানিফ মেম্বার ও যুগ্ন আহবায়কবীর মুক্তিযোদ্ধা আবদুল করিম, সাংবাদিক মোহাম্মদ আবদুল হক সরকার, এটিএম মোর্শেদুল ইসলাম, মো. কামাল হোসেন, মুক্তিযোদ্ধা সন্তান মো. আলমগীর সরকার, মো. আলী কাউসার এবং আবু রায়হান চৌধুরী প্রমুখ।
বীর মুক্তিযোদ্ধাগণ জাতীর বীর শ্রেষ্ঠ সন্তান উল্লেখ করে বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে স্বাধীনতার সুফল সর্বস্তরে পৌঁছে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদেরকে ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।
সন্ধ্যায় স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Check Also
তিতাসে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে কান্নায় ভেঙে পড়েন এপিএস ইঞ্জিনিয়ার এম এ মতিন খান!
তিতাসে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে কান্নায় ভেঙে পড়েন এপিএস ইঞ্জিনিয়ার …
দৈনিক দর্পণ নিউজ দৈনিক দর্পণ নিউজ 24