Breaking News

হোমনায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন!

নিজস্ব প্রতিনিধি
কুমিল্লার হোমনায় নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
আজ ২৬ মার্চ রবিবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন , মাননীয় সংসদ সদস্য, উপজেলা পরিষদ,হোমনা পৌরসভা,হোমনা থানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুমিল্লা পল্লী বিদ্যুতের হোমনা জোনাল অফিস, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি,হোমনা সরকারী ডিগ্রি কলেজ, রেহানা মজিদ মহিলা কলেজ, হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়, কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়।

এছাড়াও হোমনা উপজেলা আওয়ামী লীগ, হোমনা পৌর আওয়ামীলীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবকলীক, জাতীয় কৃষকলীগ,ছাত্রলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনে নেতৃবৃন্দ পৃথক পৃথক ভাবে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন।

পরে সকল শহীদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন শেষে দেশ ও জাতির কল্যান কামনা করে মোনাজাত করা হয়।
সকাল ৮ টায় হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে কুচ কাওয়াজের অভিবাদন গ্রহন করেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা,ইউএনও ক্ষেমালিকা চাকমা ও ওসি সাইফুল ইসলাম।

পরে উপজেলা শিল্পকলা একাডেমীতে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনৃষ্ঠিত হয়। এতে ইউএনও ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন,ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, উপজেলা ভাইস চেয়ারম্যান মো, মহাসিন সরকার,এসিল্যান্ড ইউসুফ হাসান,ওসি মো. সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন খন্দকার সাবেক যুগ্নসচিব বীর মুক্তিযোদ্ধা আলীআহম্মদ,মোশারফ হোসেন ও হুমায়ুন করির খন্দকার প্রমুখ।

About Darpan News24

Check Also

হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নানা সমস্যায় জর্জড়িত,চিকিৎসা সেবা ব্যহত

হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নানা সমস্যায় জর্জড়িত,চিকিৎসা সেবা ব্যহতদর্পণ ডেস্ক রিপোর্ট:কুমিল্লার হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *