নিজস্ব প্রতিনিধি
কুমিল্লার হোমনায় যক্ষ্মারোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ,এইচআইভি এইডস, কোভিড-১৯ নিষন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষে আমাদের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকালে ১১ টায় হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ক্ষেমালিকা চাকমা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আবদুছ ছালাম সিকদারের সভাপতিত্বে এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হোমনা ব্র্যাক স্বাস্থ্য বিভাগের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. মাকসুল চৌধুরী। প্রবন্ধে তিনি উল্লেখ করেন, যক্ষ্মা হলে রক্ষা নেই এ কথার কোন ভিত্তি নেই। নিয়মিত ওষুধ সেবনে তা সম্পূর্ণ সুস্থ্য হয়। তাই সম্পূর্ন বিনামূল্যে চিকিৎসা নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা ব্র্যাক অফিসে যোগাযোগ করুন।
ব্র্যাক হোমনা শাখার স্বাস্থ্য বিভাগ কর্তৃক আয়োজিত কর্মশালায়
বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ শহিদ উল্লাহ, ডাঃ রাফিদ রায়হান, সহকারি প্রোগ্রাম কো- অডির্ডিনেটর মো. আবু রায়হান, হোমনা প্রেস ক্লাবের সভাপতি মো. আব্দুল হক সরকার, ইউপি চেয়ারম্যান মো. তাইজুল ইসলাম মোল্লা, সাংবাদিক মো. কামাল হোসেন,মো. আক্তার হোসেন প্রমুখ।
এ ছাড়াও পৌর ওয়ার্ড কাউন্সিলর মো.আবদুস সোবহান, সাবেক কাউন্সিলর আবদুল বাতেন,হোমনা সসরকারি ডিগ্রি কলেজের আইসিটি প্রভাষক মো. ইকবাল হোসেন সজিব,হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান, হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সাংবাদিক আইয়ুব আলী, হোমনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল উদ্দিন,সহকারি শিক্ষক আমেনা আক্তার,হোমনা উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা মো. সামসুল হক, সহকারি ইমাম হাফেজ আব্দুল কুদ্দুস, স্বাস্থ্য কমপ্লেক্সে মসজিদের ইমাম মাও. আবদুল আজিজসহ জনপ্রতিনিধি,শিক্ষক সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।