দর্পণ ডেস্ক রিপোর্ট-
কুমিল্লার হোমনায় মুক্তিযোদ্ধা সংসদের ৭ সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে বীর মুক্তিযোদ্ধা হাজী মাহফুজুল ইসলাম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুল করিম যুগ্ন আহবায়ক এবং বীরমুক্তিযোদ্ধা মো হানিফ মেম্বার সদস্য সচিব নির্বাচিত হন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—বীর মুক্তিযোদ্ধা মোল্লা সাইদুর রহমান,বীর মুক্তিযোদ্ধা মো. হাসান
বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা মো. সহিদুর রহমান।
সভায় বীর মুক্তিযোদ্ধা হাজী মাহফুজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নূরে আলম ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন কোতয়ালী থানার যুদ্ধকালীন কমান্ডার মো. আবদুল মতিন।
এ ছাড়া বীরমুক্তিযোদ্ধা হুমায়ুন কবীর খন্দকার, মো. কবির হোসেন,জুলহাস উদ্দিন, আবদুল বাতেন, আবদুল খালেক আবুল হোসেন, মো. সোবহান আবদুর রশিদ সহ প্রায় অর্ধশতাধিক বীর মুক্তিযোদ্ধা সভায় উপস্থিত ছিলেন।
এ সময় বক্তাগন নতুন কমিটির নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের কল্যাণ, মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা এবং তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সসঠিক ইতিহাস পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়।