হোমনায় বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ আলহাজ্ব নূরুল ইসলাম কন্ট্রাক্টরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত
মো.আবদুল হক সরকার
কুমিল্লা জেলার হোমনা উপজেলার বিশিষ্ট সমাজ সেবক, রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ্ব মো.নুরুল ইসলাম কন্ট্রাক্টরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ২০১৯ সালে ১৭ জুলাই ঢাকার একটি বে সরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ শুক্রবার ১৮ জুলাই বাদ জুম্মা আলহাজ্ব নুরুল ইসলাম স্মৃতি পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদ জামে মসজিদে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজর করা হয়।
উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব হযরত মাওলানা মো. হাবিবুর রহমান দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন।
এ সময় মরহুম নুরুল ইসলাম কন্ট্রাক্টের পরিবারের সদস্য ছাড়াও উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা সামসুল হক,সহকারী ইমাম হাফেজ মাও. আবদুল কুদ্দুসসহ মুসল্লিগণ উপস্থিত ছিলেন।
একজন সফল রাজনীতিবীদ আলহাজ্ব নুরুল ইসলাম কন্ট্রাক্টর ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, হোমনা উপজেলা বিএনপির সহ সভাপতি, হোমনা পৌর বিএনপির সভাপতি, হোমনা কেন্দ্রীয় সমবায় সমিতি(ইউসিসিএল) এর চেয়ারম্যান, কুমিল্লা জেলার শ্রেষ্ঠ সমবায়ী, বাংলাদেশ সমবায় ব্যাংক লিঃ এর নির্বাচিত পরিচালক ও কুমিল্লা সমবায় ব্যাংক এর একাধিক বার নির্বাচিত ভাইস চেয়ারম্যান।
সমাজ সেবক আলহাজ্ব নুরুল ইসলাম কন্ট্রাক্টর হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ৩৮ শতাংশ জমি দান করেছেন। যার বর্তমান মূল্য ১৫ থেকে ২০কোটি টাকা। তিনি হোমনা সরকারী ডিগ্রী কলেজের দাতা সদস্য ও গভর্নিং বডির সদস্য ও হোমনা অফিসার্স ক্লাবের আজীবন সদস্য ও একজন দক্ষ সংগঠক ছিলেন।
মরহুম আলহাজ্ব নূরুল ইসলাম কন্টাক্টর ছিলেন সদালাপি,হাস্যোজ্জল নেহায়েত একজন ভদ্রলোক ও প্রকৃত সমাজসেবক। তিনি রাজনৈতিক, সামাজিক,অর্থনৈতিক সহ সর্বক্ষেত্রে সফলতা অর্জন করতে সক্ষম হয়েছেন।
উনি মৃত্যুকালে স্ত্রী, চার ছেলে ও এক মেয়ে সহ অসংখ্যগুনগ্রাহী রেখেগেছেন। ছেলে মেয়রা সবাই প্রতিষ্ঠিত। বড়ছেলে লায়ন মোঃ হুমায়ুন কবীর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা সরকারি প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি।
ইঞ্জিনিয়ার মোঃ গোলাম ফারুক ও ইঞ্জিনিয়ার মোঃ নজরুল ইসলাম স্বপন মেরিন চীফ ইন্জিনিয়ার। মোঃ নাজমুল ইসলাম সেলিম ব্যবসায়ী ও একমাত্র মেয়ের জামাই প্রতিষ্ঠিত ব্যবসায়ী মেয়ে গৃহীনি
মরহুমের পারিবারিক সূত্রে জানাগেছে, তাকেঁ স্মরণীয় করে রাখতে আলহাজ্ব নূরুল ইসলাম কন্টাক্টর স্মৃতি পরিষদ প্রতিষ্ঠা করেছেন। ে পরিষদের মাধ্যমে এলাকার অসহায় গরীব ও দু:স্থ পিছিয়ে পড়া জনগোষ্টিকে সাবলম্বী করে গড়ে তুলতে কাজ করবে।
এ ছাড়া মরহুম নূরুল ইসলাম কন্ট্রাক্টর এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে কোরআন খানি, দোয়া মাহফিল ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়েছে।