হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার হোমনায় নার্সের অবহেলায় স্বপ্না(২০) নামের এক প্রসূতি রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। দীর্ঘ ২৫ দিন চিকিৎসাধীন থেকে বৃহস্পতিবার(২১ আগস্ট) সকালে ইন্তেকাল করেন।
এ বিষয়ে রোগীর বোন আকলিমা আক্তার ৯ আগস্ট হোমনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়,গত ২৮ জুলাই চিৎপুর গ্রামের আবদুল মতিনের মেয়ে স্বপ্না(২০) নামের এক প্রসূতি রোগী প্রসব বেদনা নিয়ে হোমনা সরকারি হাসপাতালে ভর্তি হয়। এর পর দায়িত্বরত হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স নাসরিন জাহান ও লিলি খাতুন রোগীর স্বজনদের নিকট ৫ হাজার টাকা ঘুষ দাবী করে। টাকা না দেয়ায় নার্সদ্বয় রোগীর সাথে অমানুবিক আচরন করেন, এক পর্যায়ে জোর করে ডিলিভারী করাতে গিয়ে রোগীর যৌনাঙ্গ ছিড়েফেলে। এতে তার প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। দীর্ঘ ২৫ দিন আইসিওতে থেকে আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে মৃত্যুবরণ করেন। এতে রোগীর ২ থেকে আড়াই লক্ষ টাকা খরচ হয়েছে।
স্থানীয়দের অভিযোগ অভিযুক্ত নার্স নাসরিন জাহান ও লিলি খাতুনের বিরুদ্ধে,ঘুষগ্রহন,দায়িত্ব অবহেলার একাধিক অভিযোগ থাকলেও রহস্যজনক কারনে কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ।
এ দিকে একজন গরীব অসহায় রোগীর সাথে যে অমানুবিক আচরন ককরা হয়েছে তা তদন্তপূর্বক দায়ী নার্সের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
এ বিষয়ে হোমনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ. আবদুছ ছালাম সিকদার জানান, অভিযোগের বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষ (সিভিল সার্জন)কে জানিয়েছি। তদন্ত পুর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।