দর্পণ ডেস্ক রিপোর্টঃ
কুমিল্লার হোমনায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এর সনদ বিতরণ ও বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ আগস্ট) সকাল ১১ টার সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা, জাতীয় শিক্ষা সপ্তাহের সনদ বিতরণ ও বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও)ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রিনা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবদুল মান্নান, অধ্যক্ষ মাওলানা ইমাম হোসেন ও কেএম আতিকুর রহমান, প্রভাষক এসএ শাহীন ও মো. হাবিবুর রহমান, প্রধান শিক্ষক আমেনা বেগম, মো.সামসুল হক সরকার, সিনিয়র শিক্ষক মো. আইয়ুব আলী, শিক্ষার্থী আফসানা আফরিন সেজুতি প্রমুখ।
পরে বিভিন্ন ক্যাটাগরিতে কলেজ,মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অধ্যক্ষ,শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষার্থী সহ বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ৭৫ টি পুরস্কার বিতরণ করা হয়।
এর মধ্যে কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ রেহানা মজিদ মহিলা কলেজ,শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান এসএম আতিকুর রহমান,শ্রেষ্ঠ প্রভাষক এসএ শাহীন, স্কুল পর্যায়ে শ্রেষ্ট বিদ্যালয় হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান মো. শামসুল হক সরকার,শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক মো আইয়ুব আলী, শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক এটিএম মুঞ্জুরুল ইসলাম শামীম, শ্রেষ্ঠ কারিগরি শিক্ষক মো. আলমগীর হোসেন, মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান রঘুনাথপুর নেছারিয়া ফাজিল মাদ্রাসা, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান মাওলানা ইমাম হোসেন, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক মো. আবদুল লতিফ খন্দকার। শ্রেষ্ঠ স্কাুুউট গ্রুপ হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের আইসিটি শিক্ষক মো.আমিনুল ইসলাম।