হোমনা( কুমিল্লা) প্রতিনিধি
বাংলাদেশরজাতীয়তাবাদী দল বিএনপির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক এবং শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেছেন,বিগত সরকারের আমলে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে আওয়ামী লীগএই দেশটা আমাদের, দেশ আমাদেরকেই গড়তে হবে। বিএনপি কখনই শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে রাজনীতি করে না।কিন্ত দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে শিক্ষা প্রতিষ্ঠানে যোগ্য লোক বসতে হবে। অতীতের মত মাদকাশক্ত ব্যক্তি যেন শিক্ষা প্রতিষ্ঠানে স্থান না পায় সেই দিকে খেয়াল রাখতে হবে।
শনিবার (২১জুন) দুপুরে কুমিল্লার হোমনা রেহানা মজিদ মহিলা কলেজ মাঠে ২০২৫ সালে এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায়,বার্ষিক মিলাদ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
রেহানা মজিদ কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আবদুল মজিদ ও রেহানা মজিদকে ধন্যবাদ জানিয়ে তিনি আরো বলেন, আগামীতে অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসবে। তখন হোমনা -মেঘনা উপজেলাকে আমরা এডুকেশন জোন করবো। বিভিন্ন জেলায় হয় ইকোনিক জোন আর আমাদের হোমনা মেঘনায় হবে এডুকেশন জোন।
কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ব্যারিস্টার সাইফুল ইসলাম উজ্জ্বল এর সভাপতিত্বে ও সহযোগী অধ্যাপক এস এম শাহীন এর উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখন কলেজের অধ্যক্ষ মো. মজিবুর রহমান। বক্তব্য রাখেন হোমনা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক ( মুকুল), হোমনা পৌর বিএনপির সভাপতি মোঃ ছানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, বিএনপি নেতা জাকির হাসান ও আলহাজ্ব আব্দুল লতিফ, কলেজের অভিভাবক সদস্য ও হোমনা প্রেস ক্লাবের সভাপতি মো. আবদুল হক সরকার, বিদ্যুৎসাহী সদস্য মো. নাহিদ হাসান, হোমনা থানা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক মো. কামাল হোসেন, কলেজের প্রভাষক নূর আহাম্মেদ, শিক্ষার্থী তন্নী আক্তার, আখিনুর আক্তার, শবনম আনোয়ার ও আফরোজা আক্তার প্রমুখ।
এ সময় অনুষ্ঠানে বিএনপি নেতা আবদুল আজিজ খন্দকার,সামসুদ্দিন আহম্মদ, মো. শাহ আলম, শাহজাহান মোল্লা, নুরজামান মিন্টু, মো.মিজানুর রহমান, সাইদুল হাসান শাহীন, গাজী মোহাসিন, এম এ ওহাব, মো. ওরম ফারুক,আবু নাসের ওয়াহেদ সম্পদ, মো. হানিফ মিয়া, শাহ আলম হিমেল, রেজাউল করিম মামুন, ইয়া মুছা, যুবদল নেতা মো. জামাল হোসেন, মো. জহিরুল ইসলাম, মো. আলমগীর হোসেন,ছাত্রদল নেতা সাইজুদ্দিন শাজু, সেলিম মাষ্টার, সাজ্জাদ হোসেন সহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক ও হোমনা মেঘনা উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া ১১ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও বই বিতরণ করা হয়।
পরে পরীক্ষার্থীর ভালো ফলাফলের উদ্দশ্যে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন কলেজ সংলগ্ন মসজিদের খতিব মুফতি মাও. হেলাল উদ্দিন।
Check Also
হোমনায় মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তির জেরে বাড়িঘর ভাঙচুর, মাজারে অগ্নিসংযোগ
হোমনা ( কুমিল্লা)প্রতিনিধি:কুমিল্লার হোমনায় মহানবী (সাঃ) কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটুক্তি ও ধর্মীয় অবমাননাকে …