আবদুল হক সরকার
কুমিল্লার হোমনা উপজেলার পেশাজীবীদের স্বেচ্ছাসেবী সংগঠন আলোকিত হোমনার ঈদ পুনর্মিলনী ও মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঈদ পূনর্মিলনী ও বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৩৪ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে আজ শনিবার ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. মীজানুর রহমান।
আলোকিত হোমনার সভাপতি ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. কামাল উদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন আলোকিত হোমনার ঈদ পূনর্মিলনী উদযাপন ও বৃত্তি প্রদান কমিটির সদস্য সচিব ও সংগঠনের শিক্ষা বিষয়ক সম্পাদক ঢাবির পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আলোকিত হোমনার ঈদ পূনর্মিলনী ও বৃত্তি প্রদান কমিটির আহবায়ক ও সংগঠনের সহ-সভাপতি অতিরিক্ত সচিব (অবঃ) মো. তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ও শেকৃবির প্রফেসর নুর মোহাম্মদ রহমত উল্লাহ, সাবেক যুগ্ন সচিব আলী আহমেদ,সহ-সভাপতি কমান্ডার এম অলিউল্লাহ (অবঃ) ও ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন আহমেদ,যুগ্ন সাধারণ সম্পাদক যুগ্ন সচিব মো. নুরুজ্জামান, নির্বাহী সদস্য উপ-সচিব মোজাম্মেল হক, ট্রেজারার সোনালী ব্যাংক লিঃ এর সাবেক জিএম মো. জহিরুল ইসলাম, সমাজ কল্যান সম্পাদক সহযোগী অধ্যাপক মীর মো. মাসুদুজ্জামান,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহিতুল ইসলাম সোহাগ, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম, উপ- প্রচার সম্পাদক ইকবাল হোসেন তুষার প্রমুখ।
পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি প্রদান করা হয়।
বৃত্তি প্রাপ্তরা হলেন- মো. সাইদুল ইসলাম ( কলাগাছিয়া), রুমী আক্তার( শ্রীমদ্দি) মো. মিজান নিলখী পশ্চিম), ইসরাত জলিল মীম( কৃষ্ণপুর) মো. রাহাদ হোসেন( বড় ঘারমোড়া) তানজিনা আক্তার( কারারকান্দি) মো. নাঈমুর রহমান (শ্রীমদ্দি) মো. শরিফুল ইসলাম(দুলালপুর) মারজিয়া সুলতানা( চার কুড়িয়া) মোহাম্মদ কাউসার(জয়পুর) বিন আদনান( ভংগারচর) হাবিবুর রহমান( রঘুনাথপুর) সাদিয়া আফরিন সোহাগী ( ছয়ফুল্লাহ কান্দি),ইমন বিশ্বাস( ডুমুরিয়া) মো. সুজন মিয়া( শোভারামপুর-২) মো. শাহ জালাল( মিরাশ) আরিফ মিয়া( মিঠাইভাঙ্গা) মরিয়ম আক্তার( ফতেরকান্দি) সাঞ্জিদা খানম( দৌলতপুর) নাজমুল ইসলাম( হোমনা), মো. রাকিব হোসেন( বিজয় নগর), মো. ইয়ামিন মিয়া( ভিটিকালমিনা), রাকিব হাসান( হোমনা), হৃদয় চন্দ্র সরকার( ফতেরকান্দি), আনিকা তাবাছুম মম( কারারকান্দি), মো. কাউসার মিয়া(শ্রীমদ্দি),সাবেরা ভুইয়া( ঘনিয়ারচর), মেহেদী হাসান আকিব( হোমনা সদর), সুমাইয়া আক্তার( আলীপুর), মো. রাশেদুল ইসলাম ( দৌলতপুর), মো. বরকত উল্লাহ ( গোয়ারী ভাঙ্গা), মো. আল আমিন( শ্রীমদ্দি), নজরুল ইসলাম ( কলাকান্দি) মো. ইমরান(ছোট ঘারমোড়া)।