Breaking News

হোমনা পৌরসভার প্রথম মেয়র হারুন মিয়ার ইন্তেকাল!


হোমনা( কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার হোমনা পৌরসভার প্রথম মেয়র, হোমনা সদর ইউনিয়ন পরিষদের তিনবারের চেয়ারম্যান, হোমনা উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, পৌর বিএনপির সাবেক সভাপতি হারুন মিয়া বৃহস্পতিবার (২ অক্টোবর) বেলা ১২ টায় ঢাকার পপুলার হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।
আজ বৃহস্পতিবার (২ অক্টোবর বিকেল ৫টায় হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। হোমনা উপজেলা সহ আশেপাশের উপজেলার রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের সর্বস্তরের মানুষ তাঁর জানাযায় অংশগ্রহন করেন।
মরহুম হারুন মিয়া হোমনা সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল করিম সাহেবের বড় ছেলে ও হোমনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি জহিরুল হক জহর এর বড় ভাই। মৃত্যুকালে তিনি ১ ছেলে ১ মেয়ে, ৬ ভাই, ৩ বোন ও আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে সাহসিকতা, আন্তরিকতা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছিলেন। তিনি হোমনার রাজনীতিতে একজন বিচক্ষণ ও জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত ছিলেন।
তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। হোমনার সর্বস্তরের মানুষ তাঁর রূহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
ই মেইলে ছবি আছে৷
বার্তা প্রেরক
মো. আবদুল হক সরকার
হোমনা,কুমিল্লা।
মোবাইল-০১৭১১৩৬৮৫০৫
তারিখ-২/১০/২০২৫ খ্রি.

About Darpan News24

Check Also

হোমনায় হযরত মুহাম্মদ (স.) সম্পর্কে কটূক্তির অভিযোগে যুবক আটক ;দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসির!

হোমনা( কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার হোমনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তির অভিযোগে মহসিন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *