হোমনা( কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার হোমনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিএনপির পদবঞ্চিত নেতাকর্মীরা বিশাল শোডাউন ও প্রতিবাদ সমাবেশ করেছেন।
শনিবার (১৯ জুলাই) সকাল ১১ টায় হোমনা পৌর শহরে একটি বিশাল বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, তারেক রহমানের বিরুদ্ধে যে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে, তা পরিকল্পিত তারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
হোমনা উপজেলা বিএনপির পদবঞ্চিত গ্রুপের অন্যতম নেতা সাবেক বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. জহিরুল হক (জহর) এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাড. আজিজুর রহমান মোল্লা, বিএনপি নেতা ওমর ফারুক, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, জহিরুল ইসলাম, জাহাঙ্গীর আলম মোল্লা, বিএনপি মো. দুলাল সরকার, মো. মজিবুর রহমান, হারুন অর রশিদসহ অন্যান্য পদবঞ্চিত নেতারা।
বক্তারা বলেন, বিগত সময়ে আন্দোলন সংগ্রামে যারা সক্রিয় ছিল কমিটিতে দলের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে হেয় প্রতিপন্ন করা হচ্ছে এবং তাদেরকে দলে কোণঠাসা করে রাখা হচ্ছে। তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেন।