দর্পণ ডেস্ক রিপোর্ট
কুমিল্লার হোমনায় যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়।পরে উপজেলা শহীদ মিনারে শহীদদের স্মরণে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।
সকাল ৮ ঘটিকার সময় হোমনা উপজেলা পরিষদ মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার ক্ষেমালিকা চাকমা ও ওসি মো. জাবেদ উল ইসলাম।
উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১১ টায় টিউলিপ প্রশাসন ইনস্টিটিউট মাঠে বীরমুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার বর্গের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ইউএনও ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে ও সহকারি কমিশনার( ভূমি) আহম্মেদ মোফাচ্ছের এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ওসি মো. জাবেদ উল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা মো. মাহফুজুল ইসলাম,
উপজেলা বিএনপির আহবায়ক মো. মহিউদ্দিন,সদস্য সচিব মো.মোজাম্মেল হক মুকুল,পৌর বিএনপির আহবায়ক মো. ছানা উল্লাহ সরকার সদস্য সচিব মো. নজরুল ইসলাম, সাংবাদিক মো. আবদুল হক সরকার,এটিএম মোর্শেদুল ইসলাম শাজু, মো. কামাল হোসেন বিএনপি নেতা মুক্তিযোদ্ধা সন্তান মো. আলমগীর সরকার প্রমুখ।
এ ছাড়াও প্রশাসনের আয়োজনে বিজয় মেলার আয়োজন বিজয়ের আনন্দ দ্বিগুন বৃদ্ধি পেয়েছে। এতে ৮ টা স্টল অংশ গ্রহন করে।
সন্ধ্যায় স্থানীয় শিল্পীর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।