হোমনা( কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লা জেলার হোমনা উপজেলায় সরকারী দপ্তরের সকল সেবা নিশ্চিত করতে সকল দপ্তর কে নির্দেশনা প্রদান করেছেন ।নবাগত কুমিল্লা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মু. মুশফিকুর রহমান। তিনি বলেন, বিশেষ করে মুক্তিযোদ্ধা ও রেমিটেন্স যুদ্ধাদের আলাদা ভাবে মূল্যায়ন করতে হবে। কেন মুক্তিযোদ্ধাগণ দেশ স্বাধীন করেছেন আর দেশের অর্থনীতি সজল রেখেছে রেমিটেন্স যুদ্ধা প্রবাসিরা। তাই মুক্তিযোদ্ধা ও রেমিটেন্স যুদ্ধা প্রবাসিদের প্রযোজনে আলাদা সেবা নিশ্চিত করতে হবে।
আজ রবিবার দুপুর ১২ টার দিকে হোমনা উপজেলা শিল্পকলা একাডেমীতে উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন,, দেশ এখন মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। বাংলাদেশ দেশ এগিয়ে যাচ্ছে। আগামী ৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে ।
উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইউসুফ হাসানের সঞ্চালনায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, পৌর মেয়র এ্যাড. মোঃ নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সম্পাদক গাজী ইলিয়াছ,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জয়নাল আবেদীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো.আব্দুস ছালাম শিকদার, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ জয়নাল আবেদীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তানজিম পারভিন রুনা, হোমনা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হক সরকার, থানা প্রেস ক্লাবের সভাপতি মোঃ কামাল হোসেন, ইমাম সমিতির সভাপতি মাওলানা মো. ইব্রাহিম, রেহানা মজিদ মহিলা কলেজের অধ্যক্ষ মো. মজিবুর রহমান, খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, হোমনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল উদ্দিন, নিলখী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জালাল উদ্দিন খন্দকার, জয়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. তাইজুল ইসলাম মোল্লা, নিকাহ রেজিস্ট্রার মো. মনির হোসেন, পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু চন্দন লাল রায়, নারী উদ্যোক্তা ও বেবসায়ী নেতা বক্তব্য রাখেন।
এ সময় বক্তাগন বাল্য বিবাহ বন্ধ, অবৈধ গ্যাস লাইন সংযোগ, কমিউনিটি ক্লিনিকের সেবা নিশ্চিত, উপজেলা নির্বাচন অফিসের দূর্নীতি, ওয়াইব্রীজের নীচের অবৈধ স্থাপনা উচ্ছেদ, নদীর খননের বালু বিক্রি বন্ধ সহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে তা সমাধানের জন্য জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন।
পরে জেলা প্রশাসক বিভিন্ন সমস্যা সমাধানের আশ্রাসদেন। এক পর্যায়ে মঞ্চে বসেই গোপাল জিউও’র আখড়ার জন্য ২ মেঃটন চাল বরাদ্ধ করে সভাপতির নিকট হস্তান্তর করেন।
এ ছাড়া , উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে সমাজ সেবা অধিদপ্তরের অনুদানের চেক ও ৩ টি শিক্ষা প্রতিষ্ঠান কে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ধর্মীয় নেতা, পেশাজীবি, সুশীল সমাজের প্রতিনিধি মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।