Breaking News

হোমনায় আগামী সংসদ নির্বাচনে বিএনপি জামাতকে প্রতিহত করা হবে।– সেলিমা আহমাদ এমপি।

হোমনা( কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ বলেছেন,আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হোমনায় বিএনপি জামাতকে প্রতিহত করা হবে। এ দেশে সংবিধান অনুযায়ী সংসদ নির্বাচন অনুষ্ঠি হবে।কাউকে বিশৃঙ্খলা করতে দেয়া হবে না। বঙ্গবন্ধুর সৈনিকরা জেগে আছে।
সোমবার ২৫ সেপ্টেম্বর আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে কুমিল্লার হোমনা উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের জনগণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষনা দেয়।
হোমনা তিতাসে উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে তিনি আরো বলেনএই এলাকায় বিএনপি জামাতের কোন স্থান নাই। বিশেষ করে ভাড়াটিয়াদের হোমনার মানুষ পছন্দ করে না। ধানের শীষনিয়ে ২০১৮ সালে দাউদকান্দি থেকে এসেছিল। হোমনার মানু্ষ তাকে প্রত্যাখান করেছে। এবার তো ধান পাখি খেয়ে ফেলেছে।
বর্তমান সরকারের আমলে আমরা বয়স্কভাতা, বিধবা ভাতা,প্রতিবন্ধি ভাতা থেকে শুরু করে রাস্তাঘাট ব্রীজ কালভার্ড,মসজিদ মন্দরের উন্নয়ন করেছি।আবার কেহ কেহ হিন্দুদের জায়গা দখল করেছে। তাই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে নৌকার কোন বিকল্প নেই। আগামী নির্বাচনে কুমিল্লা-২ আসন মাননীয় প্রধান মন্ত্রীকে উপহার দিবো। এরজন্য ঘরে ঘরে আওয়ামীলীগের দূর্গ গড়ে তোলতে হবে।

মাথাভাঙ্গা ইউনিয়নেরর মো.কবির হোসেন সাধন মেম্বারের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউসার আহামেদ বেপারীর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন হোমনার পৌর মেয়র এ্যাড. মো.নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য মো. মহিউদ্দিন খন্দকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা।

উপজেলা যুবলীগের সভাপতি খন্দকার নজরুল ইসলামের উপস্থাপনায় সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম সম্পাদক গাজী ইলিয়াছ, পৌর আ’লীগে সাবেক সভাপতি আনোয়ার হোসেন বাবুল,সাবেক সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন মোসলেম, সাংগঠনিক সম্পাদক মো.আবদুল হান্নান, সাবেক সদস্য মো. মেজবাহ উদ্দিন সরকার, মাথাভাঙ্গা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম মোল্লা, ঘাগুটিয়া ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম গনি,নিলখী ইউপি চেয়ারম্যান মো. জালাল উদ্দিন খন্দকার, যুবলীগের সহ-সভাপতি মো. রুবেল রানা, যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ মেহেদী হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেলোয়ার হোসেন ফারুক, কৃষকলীগের সভাপতি মো. মনির হোসেন সওদাগর, ছাত্রলীগের সভাপতি ফয়সার সরকার সাধারণ সম্পাদক ফোরকানুল ইসলাম পলাশ,স্থানীয় মেম্বার আবু হানিফ মিয়া, শাহ শরিফ প্রমুখ।

এ ছাড়া পৌর আওয়ামীলীগের সভাপতি শাহনুর আহম্মদ সুমন,দুলালপুর ইউপি চেয়ারম্যান মো.জসিম উদ্দিন সওদাগর, চান্দেরচর ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, আছাদপুর ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন পাঠান, ভাষানিয়া ইউপি চেয়ারম্যান ছাদেক সরকার ও জয়পুর ইউপি চেয়ারম্যান মো. তাইজুল ইসলাম মোল্লা, ঘাগুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেন রনি, জয়পুরের দেলোয়ার হোসেন ধনু, আছাদপুরের শামীম আহম্মদসহ মাথাভাঙ্গা ইউপি মেম্বার আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

About Darpan News24

Check Also

হোমনায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র বিতরণ

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি কুমিল্লার হোমনায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার(১০ ডিসেম্বর) বিকালে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *