আব্দুল হক সরকার,
“নিরাপদ মাছে ভরব দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার হোমনায় জাতীয় মৎস্য সপ্তাহ- ২০২৩ খ্রী: উপলক্ষে আনন্দ র্যালী,আলোচনা সভা, মাছের পোনা অবমুক্ত করণ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার( ২৫ জুলাই) উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে সকাল ১১ টায় উপজেলা পরিষদ থেকে অনন্দ র্যালি বেরহয়ে তিতাস নদীতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও)ক্ষমালিকা চাকমার সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ের উপর আলোচনা সভা ও সফল মৎস্য চাষীকে পুরষ্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহেনুর মিয়া,
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যার মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা , থানা অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা খন্দকার হুমায়ুন কবীর,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তানজিনা পারভীন লুনা, মৎস্যচাষী শ্রীধাম চন্দ্র দাস প্রমূখ।
এ ছাড়া সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,মৎস্যচাষী সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
পরে দু’জন সফল মৎস্য চাষীর মাঝে সনদ ও পুরষ্কার বিতরণ করা হয়।