নিজস্ব প্রতিনিধিঃ
‘ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে কুমিল্লার হোমনায় জাতীয় ভোটার দিবস-২০২৩ পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২ মার্চ) উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে দিবসটি পালন উপলক্ষে
সকাল ১১ টায় একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ মাঠ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে এতে উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম,ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, উপজেলা নির্বাচন কর্মকর্তা রাজিয়া সুলতানা, হোমনা প্রেস ক্লাবের সভাপতি মো. আব্দুল হক সরকার, আছাদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. শামীম আহম্মদ, উপজেলা যুবলীগের সভাপতি খন্দকার নজরুল ইসলাম,সাধারণ সম্পাদক কাউসার আহম্মেদ বেপারী,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ
মো. তৈয়ব হোসেন,, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মন, খাদ্য নিয়ন্ত্রক মো. ওয়াসিম,পিআইও মো. নাহিদ আহম্মেদ জাকির, সমবায় কর্মকর্তা মো. সাজ্জাত হোসেন খান,যুবউন্নয়ন কর্মকর্তা আতিকুর রহমান, সহ উপজেলা নির্বাচন অফিসের কর্মচারি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।