নিজস্ব প্রতিনিধি
কুমিল্লার হোমনায় সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ওলামা -মাশায়েকদে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ইসলামিক ফাউন্ডেশন হোমনা শাখার উদ্যোগে উপজেলা শিল্পকলা একাডেমীতে এ সভা অনুষ্ঠিত হয়।
হোমনা উপজেলা নির্বাহী অফিসার রুমন দে এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হোমনা উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম।
হোমনা উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মাও. মতিউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কুমিল্লা জেলা ইসলামী ফাউন্ডেশনের সহকারি পরিচালক আবদুল্লাহ আল মামুন,হোমনা পৌর মেয়র এ্যাড. নজরুল ইসলাম,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. সাইফুল ইসলাম,হোমনা প্রেস ক্লাবের সভাপতি মো. আব্দুল হক সরকার, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ মো. ইব্রাহিম, মাও, ছিদ্দিকুর রহমান, আব্দুল কুদ্দুস প্রমূখ। ইসলামিক ফাউন্ডেশনের কেন্দ্রের শিক্ষক ও ইমামগন এ সময় উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন,ইসলাম সম্প্রীতি স্থাপনের শিক্ষা দিয়েছে ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, ইসলামে সন্ত্রাস জঙ্গিবাদের কোন স্থান নেই। প্রতি শুক্রবার জুম্মা খুৎবায় মতবিরোধ পরিত্যাগ করে সবাইকে ইসলামের সুশীতল ছায়াতলে আসার আহবান জানান।