হোমনা( কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার হোমনায় শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ে অগ্রহী করে তোলার লক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিজ্ঞান সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকাল ১১ টার দিকে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের বিজ্ঞান শিক্ষা কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমন দেএর সভাপতিত্বে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের আইসিটি শিক্ষক আমিনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম, ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী রুহুল আমিন, খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম।
এসময় উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও বিজ্ঞান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
সভায় শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ে অগ্রহী করে তোলা লক্ষে স্ব স্ব প্রতিষ্ঠানে প্রতি মাসে একট বিজ্ঞান মেলার আয়োজন করার নির্দেশনা প্রদান করা হয়। পরে
গত ২৭ তরিখের বিজ্ঞান বিষয়ক কুইজে অংশগ্রহণকারী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়ে।